শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 September, 2019 22:20

'অভিযান চলবে'

'অভিযান চলবে'
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :
সড়ক ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যতদিন পর্যন্ত আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হচ্ছে, ততদিন পর্যন্ত অভিযান চলবে । দলের মধ্যে শুদ্ধিকরনের জন্য এই অভিযান চলছে । প্রধান মন্ত্রী শেখ হাসিনার এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য ও সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হকের শোক সভায় ওবায়দুল কাদের এ কথাগুলো বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা নিজের দলের ভিতরে শুদ্ধি অভিযান চালাচ্ছে, এটি বিএনপি সহ্য করতে পারছে না । তাই বিএনপি এই শুদ্ধি অভিযান নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ এই অভিযানের কারণে শেখ হাসিনার জনপ্রিয়তা আরও তুঙ্গে আছে।

তিনি বলেন, দেশে বিএনপির আমলে টেন্ডারবাজি, দূর্নীতি, চাঁদাবাজিসহ মাদক সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল । কিন্তু তখন তারা নিজেদের দলের কারও বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি । খালেদা জিয়া যা পারেননি, শেখ হাসিনা তা করে দেখাচ্ছেন । তাই এই সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।

সিলেটের সাংগঠনিক আওয়ামী লীগ দলকে উদ্দেশ্য করে মন্ত্রী ক্ষোভ করে বলেন, দলের মধ্যে কোন্দল মেটাতে না পারলে কাঙ্খিত ফল পাওয়া যাবে না । দলের কোন্দল মিটিয়ে দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে । ছয়লেনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বারবার প্রস্তুতি নিয়েও ঢাকা-সিলেট মহাসড়কের কাজের অগ্রগতি হয়নি । আমার মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রকল্পের দেরি হয়েছে । তবে এখন সব জটিলতা কেটে গেছে । শীঘ্রই ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেনের উন্নতির কাজ শুরু হবে ।

প্রয়াত নেতা আ ন ম শফিকুল স্মরণ করে তিনি বলেন, শফিকুল হক অন্ধকারের পথ অতিক্রম করেছেন । তিনি অকুতোভয় ও আপোষহীন নেতা ছিলেন। এমন একনিষ্ট ত্যাগী কর্মী আমি খুবই কম দেখেছি।

আয়োজিত শোক সভায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন - আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান, সাংসদ দেওয়ান শাহ নেওয়াজ গাজী, মাহমুদ উস সামাদ , সাবেক সাংসদ সৈয়দ জেবুন্নেছা হক, জেলা সহ-সভাপতি আশফাক আহমদ, মাসুক উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক, সিরাজুল ইসলাম, রাজ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজুর আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, মো. জাকির হোসেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, জেলা সাংগঠিনক এডভোকেট শাহ মোশাহিদ আলী, মো. আলী দুলাল, মহানগর সাংগঠনিক শফিউল আলম নাদেল, এটিএম হাসান জেবুল ও নুরুই ইসলাম পুতুল প্রমূখ।

এর আগে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বেলা ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

পরে সেখান থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজারে গিয়ে নেতাকর্মীদের সাথে মাজার জিয়াতর করেন।

উপরে