ভ্রমণ প্রিয়াসীদের জন্য সিলেটে ‘ট্যুরিস্ট বাস সার্ভিস’
বাংলাদেশে প্রথমবার ভ্রমণ প্রিয়াসীদের জন্য চালু হলো ‘ট্যুরিস্ট বাস সার্ভিস’। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে দেশের প্রাকৃতিক সুন্দর্যে ভরপুর মোহনীয় স্থান সিলেট অঞ্চল থেকে যাত্রা শুরু হয়েছে।
সিলেট বিভাগের চার জেলার পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকেরা উন্মুক্তভাবে ট্যুরিস্ট বাসে ভ্রমণ করতে পারবে।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর প্রাণ কেন্দ্র জিন্দাবাজারে আনুষ্ঠানিকভাবে সিলেট ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্যোগে উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে ট্যুরিস্ট বাস চালুর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি হলো। পর্যটন বিভিন্ন দেশের আয়ের অন্যতম উৎস। আমাদের পাশ্ববর্তী দেশ থাইল্যান্ডের জিডিপির ২৩ভাগ আসে পর্যটন খাত থেকে। কিন্তু আমাদের জিডিপিতে পর্যটনের অবদান মাত্র ০.০০৫ ভাগ ।
তিনি বলেন, দেশে পর্যটন বিকাশের যথেষ্ট সুযোগ আছে। দুর্ভাগ্যজনকভাবে অবকাঠামোগত দিক ঠিক না থাকায় আমরা উন্নতি করতে পারিনি। তবে সুখের বিষয় হচ্ছে সিলেট থেকে দুই ট্যুরিস্ট বাসের যাত্রা শুরু হচ্ছে।
আধুনিক ডিজিটাল নগরী প্রসঙ্গে তিনি বলেন, পুরো সিলেট নগরীকে ওয়াই-ফাই এ চালু করছি । কিছু দিনের মধ্যে মানুষ এই সুবিধা পেলে তখন পর্যটকদের জন্য আরও বেশি সুবিধা হবে । সম্ভাবনাময়ী সিলেট উল্লেখ করে তিনি আরও বলেন, হোটেল-বাস-রেস্তোরাগুলো পর্যটন অবকাঠামোর সাথে সংযুক্ত । দিনে দিনে এগুলো বৃদ্ধি পাচ্ছে । এগুলোর যতটুকু সহযোগীতা সাহায্যের প্রয়োজন আমি অবশ্যই করব । যদিও সিলেটের যে কয়েকটি জেলার কমটি আছে, কিন্তু এই জেলাগুলো অনেক বেশি সম্ভাবনাময়ী । আমরা একত্রে কাজ করে সিলেটকে সত্যিকারের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাই । এদিকে সংলিষ্ট সূত্রে জানা যায়, কিছু দিনের মধ্যে আরও ৬টি ট্যুরিস্ট বাস চালু করা হবে । এই বাসগুলোর মধ্যে থাকবে এসি ও ওয়াই-ফাই । এগুলোর আসন সংখ্যা থাকবে কোনটিতে ২২টি আসন আবার কোনটিতে ২৪টি আসন ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব প্রমুখ।