বিভিন্ন পূজামন্ডপে ঢাকাস্থ রামপাল যুব পরিষদের অনুদান
বাগেরহাটের রামপালের বিভিন্ন পূজামন্ডপে ঢাকাস্থ রামপাল যুব পরিষদের পক্ষ থেকে অনুদান বিতরন করা হয়েছে। একই সঙ্গে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
সোমবার (৭ অক্টোবর) রামপালের ১০ টি ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে মন্ডপ কমিটির হাতে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সাধারন সম্পাদক পিন্টু মজুমদার।
তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকাস্থ রামপাল যুব পরিষদ একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসাবে ঢাকা থেকে কাজ করছে। আমরা এলাকার দুঃস্থ ও চিকিৎসাধীন মানুষকে আর্থিক ও বিভিন্ন ধরনের চিকিৎসার সহায়তা দিয়ে আসছি। এছাড়া প্রতি বছর রামপালের হজ্জ্বযাত্রীদের গমনাগমনে আমরা ঢাকাতে বিভিন্ন সহায়তা করে থাকি।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন পূজামন্ডপের আয়োজক উপস্থিত ছিলেন।
নিউইয়র্কমেইল/রামপাল, বাগেরহাট/৯ অক্টোবর ২০১৯/অমিত পাল/এইচএম