শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 October, 2019 23:15

সিলেটে বিশ্বকবির শতবর্ষ স্মরণ অনুষ্ঠান, মেয়রই বাদ

সিলেটে বিশ্বকবির শতবর্ষ স্মরণ অনুষ্ঠান, মেয়রই বাদ
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেটে আগমনের শতবর্ষ উদযাপন উৎসব হবে সিলেটে। উৎসব উপলক্ষে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আহ্বায়ক রেখে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নানা প্রস্তুতির আয়োজন করে সিলেট জেলা প্রশাসক। আয়োজিত উৎসবে কমিটিতে মেয়র আরিফুল হক চৌধুরীকে সদস্য সচিব পদে রাখা হয়।

শতবর্ষ স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর আদর্শ কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সিলেট নগরীর ধোপাদিঘি পাড়ের পররাষ্ট্র মন্ত্রীর নিজ ভবন হাফিজ কমপ্লেক্সে একটি প্রস্তুতি সভায় সর্ব মহলের সম্মতিতে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম সদস্য সচিব পদ থেকে বাতিল করা হয়। 

মেয়র আরিফের বদলে অংশগ্রহণ করবেন  শিক্ষাবিদ বিজিত কুমার দে ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী। 

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, দেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী  জননেত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেটে আগমনের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠানে। তাই আগামী ৭ ও ৮ নভেম্বর সিলেটে রবীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসবে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সম্মতি না থাকায় মেয়র আরিফুল হক চৌধুরীকে সদস্য সচিব পদ থেকে বাতিল করা হয়েছে। 

দুই দিন ব্যাপী এই রবীন্দ্র আগমন শতবর্ষ পূর্তির উৎসবের উদ্যোগ নিয়েছেন সিলেটের জেলা প্রশাসক, পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও সিলেটের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক কর্মীরা। তাই সিলেট মেয়র আরিফুল হক চৌধুরীর বাতিলের সিদ্ধান্ত খুব তাড়াহুড়া করে নেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রীর বাসভবনে।

অথচ এর আগে বৃহস্পতিবার সিলেটে রবীন্দ্র শতবর্ষ স্মরণ উৎসবের প্রস্তুতি অনুষ্ঠানে অংশগ্রহণও করেছিলেন জেলা প্রশাসকের হল রুমে মেয়র আরিফুল হক চৌধুরী। 

উপরে