শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 October, 2019 18:21

ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আন্দোলন শিথিল

ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আন্দোলন শিথিল
ঢাকা অফিস :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার জন্য আন্দোলন শিথিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 

সারা দেশ থেকে আসা পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ১৩ অক্টোবর এবং ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করার ঘোষণা দেওয়া হয়।

আগামী ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে ক‌্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা  বলেন, ‘আমরা আজ থেকে ১৪ তারিখ পর্যন্ত আন্দোলন শিথিল রাখছি। দ্রুত মানা যায় এমন কিছু দাবি ছিল প্রশাসনের প্রতি। সেগুলো আজ ২টার মধ্যে মেনে নেওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের যে ১০ দফা দাবি রয়েছে সেগুলোর বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট বক্তব্য পাইনি। তাই আমরা ১৪ তারিখের পর সেসব দাবিতে আন্দোলনে নামব। এর মধ্যে প্রশাসন যদি এ বিষয়ে চূড়ান্ত সমাধান দিতে পারে তাহলে আমরা আন্দোলন থেকে সরে যাব।’ 

তারা বলেন, ‘আমাদের লক্ষ‌্য আগামী দুই দিন ভর্তি পরীক্ষার জন্য আসা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা। এরপর আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।’  

৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির ফলে মৃত্যু হয় তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র আবরার ফাহাদের। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করতে ডিবিকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ঘটনার পরদিন থেকে ১০ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।

উপরে