শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 October, 2019 21:49

মালয়েশিয়ায় এশিয়া প্যাসিফিক আরবান ফোরামে সিলেট মেয়র

মালয়েশিয়ায় এশিয়া প্যাসিফিক আরবান ফোরামে সিলেট মেয়র
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

মালয়েমিয়ায় এশিয়া প্যাসিফিক আরবান ফোরাম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় পেনাং রাজ্যের ঐতিহাসিক সিতিয়া স্পাইস কনভেনশন সেন্টারে এশিয়া প্যাসিক আরবান ফোরামের তিনদিন ব্যাপী সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ফিজির প্রধানমন্ত্রী ফ্র্যাঙ্ক বৌনিরাম। এতে মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট সিটি কর্পোরেশনের তিন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। 

পরে দিনব্যাপী সিটি সলিউশন প্যাভিলিয়ন প্রদর্শনী, বিভিন্ন দেশের মেয়রদের গোলটেবিল বৈঠক, আরবান কমিউনিটি নেতাদের সাথে মেয়র ও বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের সংলাপ ও আঞ্চলিক পরিকল্পনা এবং নেটওয়ার্কিং বিষয়ে নানা প্রোগ্রামেও অংশ গ্রহণ করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 

আয়োজিত সম্মেলনে মেয়র আরিফ সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা, স্বাস্থ্য, নগর উন্নয়ন, পর্যটন বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বাস্থ্য- শিক্ষা- শিশুমৃত্যু এবং জীবনমানের ক্ষেত্রে সিলেট নগরী বাংলাদেশের অন্য যে কোন নগরীর চেয়ে অনেকটা এগিয়ে আছে। সিলেট নগরীকে একটি আকর্ষনীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি। 

তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে পর্যটন শিল্প একটি পূর্ণাঙ্গ রূপ পাবে সিলেট। 

প্রতিনিধিরা হলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষন কর্মকর্তা আ ন ম মনসুফ ও সহকারী কর কর্মকর্তা মো. সোহেল আহমদ। 

উপরে