শিশু তুহিন হত্যাকাণ্ড : জবানবন্দির পর কারাগারে বাবা
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :
সুনামগঞ্জের বিচারিক হাকিম মো. খালেদ মিয়ার আদালতে শুক্রবার বিকেলে জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুনামগঞ্জের দিরাইর উপজেলার রাজা নগর ইউনিয়নের কেজাউরা গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ৫ বছরের শিশু তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েকজন আসামি করে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।
এই মামলায় পুলিশ তুহিনের বাবাসহ ৫জনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত গত ১৫ অক্টোবর বাবা আব্দুল বছির ও চাচা মোছাব্বিরসহ তিনজনের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার খাস কামরায় নেয়া হয় তুহিনের পিতা আব্দুল বছিরকে। সেখান থেকে বছিরসহ বাকি তিনজনকে কারাগারে প্রেরণ করেন আদালত।