শাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিজিটাইল ডিভাইস প্রবেশের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) শাবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় চারটি হল রুমে ডিজিটালই ডিভাইস নিয়ে প্রবেশ করেন পাঁচ পরীক্ষার্থী। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নজরে পরলে তাদের কাছ থেকে ক্যালকুলেটর, সিমসহ আনুষঙ্গিক ডিজিটাইল ডিভাইস জব্দ করে।
পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার জেদান আল মুসা।
আটককৃত পরীক্ষার্থীর মধ্যে একজন বগুড়ার বৃন্দাবন এলাকার আব্দুল গফুরের পুত্র মাহমুদুল হাসান (১৮)। তাকে আটক করা হয় পলিটেকনিক ইন্সটিটিউট থেকে। বাকি চারজন পরীক্ষার্থীর নাম জানা যায়নি। তাদের আটক করা হয় মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ থেকে একজন, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে একজন ও মদিনা মার্কেটস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে দুই জন ।
শাবি ও পুলিশের সূত্রে জানা যায়, আজ শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) ভর্তি পরীক্ষা ছিল ‘এ’ ও ‘বি’ ইউনিটের ৪৩টি কেন্দ্রে দুই সিফটের। সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের ও দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের।
দেশের বিভিন্ন প্রান্তর থেকে ছুটে আসে আবেদনকৃত ৭০হাজারের ঊর্ধ্বে পরীক্ষার্থীরা। এসময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি পরীক্ষার্থীদের কঠোর তল্লাশি চালানো হয় পরীক্ষা হলে ঢুকানোর আগে।
এ বিষয়ে শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, চারটি কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনে আসা পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে শাবির প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ জানান, ক্যালকুলেটরে সিম ব্যবহার করে উত্তর আদান- প্রদান করার চেষ্টাকালে পাচঁ পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, শাবির আটককৃত পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করতে পারে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।