শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 October, 2019 23:59

সিলেট হবে বিশ্বমানের স্মার্ট নগরী: মেয়র

সিলেট হবে বিশ্বমানের স্মার্ট নগরী: মেয়র
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী  বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে সিলেট হবে একটি বিশ্বামানের স্মার্ট নগরী। স্মার্ট সিটি তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখানে। 

রোববার (২৭ অক্টোবর) নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশন(সিসিক) ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মেয়র আরিফ বলেন, সিলেটকে দ্রুত বিশ্বমানের স্মার্ট নগরী গড়ে তুলতে এর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নগরবাসীর নাগরিক দায়বদ্ধতার বিষয়টি নিয়ে সঠিকভাবে উপলব্ধি করলে নগরীকে সাজানো সময়ের ব্যাপার মাত্র। সেই লক্ষেই সিলেট নগরী এগিয়ে যাচ্ছে। সড়ক প্রশস্তকরণ কাজে নিজ নিজ উদ্যোগে জমি ছেড়ে দেয়া চাট্টিখানি কথা নয়। এই নজির দেশের কোন স্থানে নেই। 

দুটি সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় সিসিকের প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপনের সভাপতিত্বে ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন - রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, মহিলা কাউন্সিলর উম্মে ছালমা, শিরিন আক্তার, বেলী বেগম ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. আনজুমানারা বেগম,সিসিকের প্যানেল মেয়র-২ এ্যডভোকেট রোকশানা বেগম শাহনাজ, তাকেক উদ্দিন তাজ প্রমূখ। 

সভা শেষে সিলেট নগরীর সিসিকের স্বাস্থ্য  বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন রাজশাহী সিটির কাউন্সিলর ও কর্মকর্তারা।

উপরে