শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 October, 2019 00:58

শাবি ভর্তির পরীক্ষায় পাশের হার ৫১ শতাংশ

শাবি ভর্তির পরীক্ষায় পাশের হার ৫১ শতাংশ
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।  

বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ ফলাফল ঘোষণা করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। 

অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, ভর্তি পরীক্ষায় ৫১শতাংশ পাশ করেছে। পরীক্ষায় এ ও বি ইউনিটে আবেদনের প্রেক্ষিতে ৭০ হাজার ৫৬২ জনের মধ্যে ৫৭ হাজার ৬১৯জন উপস্থিত ছিল। এর মধ্যে ২৯ হাজার ৪৮০ জন পাশ করেছে। 

তিনি আরো জানান, এবারের কোন মেধাতালিকা কিংবা অপেক্ষমান তালিকা করা হয় নি। বরং এবছর মেধাক্রমে র্যাঙ্কিং করা হয়েছে। র্যাঙ্কিং অনুযায়ী আগামী ১২ তারিখ থেকে ২০১৯-২০ সেশনের ভর্তি কার্যক্রম শুরু হবে। এদিকে ভর্তি কার্যক্রমে মেধার ক্রমানুসারে ভর্তির দিন ডাকা হবে বলেও জানান তিনি। 

এ দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য কেন্দ্রে পরিচালক অধ্যাপক ড. মো. রেজা সেলিম জানান, কোন টেকনিক্যাল সমস্যা না থাকলে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SUST<>RESULT<>Admission Roll no/User Id লিখে ১৬২৪২ নং এ পাঠানোর মাধ্যমেও ফলাফল জানা যাবে। 

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। কোন ধরণের সমস্যা ছাড়াই আমরা ফলাফল প্রকাশ করতে পেরেছি। আমরা আগামী ১২ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু করবো।’ 

উপাচার্য আরো বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট চেম্বার অব কমার্স, হোটেল মালিক সমিতি, সিলেট সিএনজি মালিক সমিতি, বাইক সেবাসহ সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন বলে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি এ ধারা অব্যহত থাকবে।’ 

সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।    

ভর্তি কমিটির সুত্রে জানা যায়, এবছর ভর্তি পরীক্ষায় ১৭০৩ আসনের বিপরীতে  ৭০৫৬২জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে এ ইউনিটের অধীনে ৬১৩ আসনের বিপরীতে ২৭০৩৯ জন ও বি ইউনিটের অধীনে ৯৬০টি আসনের বিপরীতে ৪৩৫২৩ জন আবেদন করে।  এছাড়া প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তান, পোষ্য, উপজাতী, বিকেএপি ও চা শ্রমিকদের জন্য সংরক্ষিত আসনে ১০০ জন ভর্তি হবার সুযোগ পাবে।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৯ টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উপরে