রামপালের বাইনতলা ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের অসমাপ্ত সপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা অক্লান্তভাবে কাজ করছেন।
তিনি বলেন, আমরা নূতন করে সংগঠনকে সাজাতে চাই। সংগঠনের তৃনমূল পর্যায় শক্তিশালী করতে চাই যাতে আগামী দিনে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে পারি এবং শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ত্বরান্বিত হয়।
সোমবার বিকালে বাইনতলা ইউনিয়ন পরিষদ চত্তরে বাইনতলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনকের কারনেই আমরা স্বাধীন বাংগালী জাতি হিসাবে পরিচিতি লাভ করেছি। সেই গৌরবজ্জল ইতিহাস স্মরণে আমরা আগামী বছর মুজিব শতবর্ষ পালন করবো। ২০২১ সালে স্বাধীনতার সূবর্নজয়ন্তী পালন করা হবে।
সম্মেলনের উদ্ভোধন করেন রামপাল উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব।
বাইনতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফকির আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হারুন অর রশীদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ড. এ কে আজাদ ফিরোজ টিপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ আবু সাইদ, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যাপক মিজানুর রহমান,অধ্যক্ষ মোতাহার হোসেন,সাধারন সম্পাদক জামিল হাসান জামু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, শেখ নিজামউদ্দিন,গাজী বোরহানউদ্দিন,এ্যাড সরদার মুজিবুর রহমান,আহসান হাবিব মুক্ত,ফিরোজ আহমেদ,শেখ লুৎফর রহমান ,মোসাঃ ছায়রা বেগম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহকে সভাপতি ও হারুনুর রশীদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে ৷
নিউইয়র্ক মেইল/রামপাল, বাগেরহাট/৪ নভেম্বর ২০১৯/অমিত পাল