শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর শ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 November, 2019 20:03

প্রভাবশালীর বিরুদ্ধে মামলা করে বিপাকে ইমাম!

প্রভাবশালীর বিরুদ্ধে মামলা করে বিপাকে ইমাম!
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

সিলেটে প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন অভিযোগ করেছেন এক ইমাম পরিবার। 

দুই সন্তান আর সহধর্মিনীকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রায় দুই বছর ধরে। নিরুপায় হয়ে অবশেষে সাংবাদিকদের কাছে শরণাপন্ন হন সংবাদ সম্মেলনের মাধ্যমে। তার অভিযোগ, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রভাবশালীদের হামলা ও মামলায় ভোগান্তিতে আছেন ইমাম মুশাহিদ আলী। সংবাদ সম্মেলনে হামলা ও মামলার পূর্ণাঙ্গ ঘটনাবলি তুলে ধরেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রভাবশালী ও পুলিশ দ্বারা তার বসতঘর গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামের ইমাম মুশাহিদ আলী। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সম্মুখে প্রতিকার চেয়ে লিখিত বক্তব্য পেশ করে তিনি বলেন, ১৯৮৮ সালে আমার পিতা তজমুল আলী ওরফে তোজমুল আলী ফুলতৈলছগাম মৌজার অন্তর্ভুক্ত জেএলনং-১৭১ এসএ সার্ভে রেকর্ডকৃত ১৫৭ ও ৪৪ খতিয়ানের ৪১০ ও ৪০৮ দাগের ৩৮শতক ভূমি রেজিস্ট্রার দলিল নং ৩৫৮২ মাধ্যমে ক্রয় করেন। গত দুই বছর থেকে একই গ্রামের তৈয়ব আলীর পুত্র ছয়ফুল আলম ও তার ভাইয়েরা ক্রয় করা ভূমির ১৭ শতক জোর পূর্বক দখল করে মালিকানা দাবি করে। তখন দেখা যায় বিএস জরিফের প্রিন্ট পরচা সংগ্রহ করে দেখেন ১৭ শতক ভূমি ছয়ফুল আলম চাতুরী করে তার নামে রেকর্ড করিয়েছেন।

ছয়ফুল আলমরা প্রভাবশালী হওয়ায় গ্রামের সালিশানদের কাছে ন্যায় বিচার না পেয়ে যুগ্ম জেলা জজ ১ম আদালতে সত্ত্ব মামলা দায়ের করা হয়। মামলায় ছয়ফুল আলম, তাজ উদ্দিন, আমির উদ্দিনসহ ১৭ জনকে আসামী দেওয়া হয়। 

তিনি অভিযোগ করে বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে মামলা দায়ের করার পর প্রভাবশালীরা আরো হিংস্র হয়ে ওঠে। মামলার বিষয়টি জেনে গ্রামের সালিশানরা আপোষে নিস্পত্তির লক্ষ্যে ১লক্ষ টাকা জামানত ধার্য করেন। আমরা গরিব এতো টাকা দিতে অপারগতা জানালে আমার পরিবারকে একঘর করা হয়। জোরপূর্বক গ্রামের রাস্তা দিয়ে চলতে বাধা ও দোকান থেকে সদাই পাতিও ক্রয় করতে দেওয়া হতো না। গ্রামের একটি উন্নয়ন ফান্ডের থাকা ২৪ হাজার টাকা আমরা একঘর থাকায় পাইনি। 

এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেও প্রতিকার পাওয়া যায়নি।

মামলা দায়েরের পর আদালত মামলাটি তদন্তে গোয়াইনঘাট থানা পুলিশকে নির্দেশ দিলে সালুঠিকর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যের সহযোগীতায় প্রভাবশালীরা আমার বসতঘর গুঁড়িয়ে দেয়। ভুমি দখলের জেরে প্রভাবশালীর লোকজন একাধিক বার অতর্কিত হামলা ও মারপিটের ঘটনায় মুশাহিদ আলীর ভাই আজিজুর রহমান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলা দায়ের করেন। প্রভাশালীরা একতরফাভাবে তদন্ত প্রতিবেদন প্রভাবিত করে তাদের পক্ষে নেয়। 

পুন:তদন্তের দাবি জানালে মামলাটি পুন:তদন্তে জেলা গোয়েন্দা সংস্থাকে (ডিবি) দায়িত্ব দেন আদালত। এ ঘটনার রেশ ধরে আমীরের লোকজন মুশাহিদ আলীর ভাতিজা মারজানকে অপহরণ করে। অপহরণের খবর পেয়ে আমরা মারজানকে উদ্ধারে এগিয়ে গেলে নারী-পুরুষের ওপর হামলা ও নারীদের শ্লীলতানহানী করা হয়। এ ঘটনায় মুশাহিদ আলীর ভাগিনা জামাল হোসেন ১৫ জনকে আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে একটি মামলা করেন। মামলায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তদন্তের নামে আমাদের ভয় দেখিয়ে বড় অঙ্কের টাকা আত্মসাত করেন। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মহিউদ্দিন আমাকে বারবার মোবাইলে কল দিয়ে তার সাথে দেখা করার কথা বলে যাচ্ছেন। দেখা না করলে মামলা দেয়ারও হুমকি দিচ্ছেন। 

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, প্রভাবশালীদের বিরুদ্ধে প্রতিবাদ করলে সাজানো মামলার পাঁয়তারা এবং মাদকদ্রব্য ও বিভিন্ন অবৈধ অন্ত্র দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের দেওয়া মামলায় মুশাহিদ আলীসহ ১০জন জামিনে আছেন। প্রভাবশালীদের হাত থেকে রক্ষা, নিরাপত্তা ও মামলার সুষ্ট তদন্তের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করেন মুশাহিদ আলী। 

এ সময় উপস্তিত ছিলেন- তজমুল আলী, আজিজুর রহমান, মফিজুর রহমান, মোছাম্মদ আয়শা বেগম, মোছাম্মদ রুজিনা বেগম, মরিয়ম আক্তার সাম্মি, কাওছার আহমদ।

উপরে