শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 December, 2019 23:57

সিএমপিতে চালু হলো ‘মানবিক পুলিশ ইউনিট’

সিএমপিতে চালু হলো ‘মানবিক পুলিশ ইউনিট’
চট্রগ্রাম প্রতিনিধি :

অসহায় রোগীদের সেবা ও আইনী সহায়তা দিতে কনস্টেবল শওকত হোসেনসহ আট পুলিশ সদস্যের দীর্ঘদিনের কার্যক্রম প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এ কার্যক্রমকে বেগবান করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে গঠন করা হয়েছে ‘মানবিক পুলিশ ইউনিট’।

সম্প্রতি সিএমপির মাসিক কল্যাণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ ‘মানবিক পুলিশ ইউনিট’ গঠন করেন।

দুস্থ ও অভিভাবকহীন রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, এসব রোগীদের বিনামূল্যে খাদ্য ও বস্ত্র সরবরাহ, অপারেশন করানো ও অপারেশন পরবর্তী পরিচর্যা, সুস্থ না হওয়া পর্যন্ত রোগীদের পরিচর্যা, অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ ও প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে পুলিশের এ ইউনিট গঠন করা হয়।

সিএমপির উপ-কমিশনারকে (সদর) সভাপতি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-উত্তর), বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), সহকারী পুলিশ কমিশনার (পাচঁলাইশ জোন), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সিএমপির কনস্টেবল মো. শওকত হোসেনকে সদস্য করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন সিএমপি কমিশনার।

২০১১ সাল থেকে কনস্টেবল মো. শওকত হোসেন, মো. মাঈন উদ্দিন, মাহাবুল আলম, এমরান হোসেন, মো. ইয়াছিন আরাফাত, মো. হান্নান হোসেন, মো. রবিউল হোসেন ও মো. মাঈনুল ইসলাম চট্টগ্রাম নগরের বিভিন্ন ফুটপাতে পড়ে থাকা অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন।

বিষয়টি নজরে এলে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান তাদের এ কাজে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা অনুদান দেন।

উপরে