রামপালে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
বাগেরহাট প্রতিনিধি :
মানবাধিকার সুরক্ষার তারুন্যের অভিযাত্রা প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে বিশ্ব মানবাধিকার দিবস উপযাপিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় রামপাল উপজেলা চত্তরে র্যালী এবং তারপর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন রামপাল উপজেলা শাখার যৌথ আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও তুষার কুমার পাল।
জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আঃ জলিল এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আকবর আলী, সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, কৃষ্ণা রানী দে, জগবন্ধু ঘরামীসহ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ।