ছাদে গাঁজা বাগান
সিলেটে অভিযান চালিয়ে একটি বাড়ির ছাদে রোপনকৃত গাঁজা বাগান জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট শহরের খাদিমপাড়া এলাকায় সূচনা কমিউনিটি সেন্টারের সংলগ্নের ৭ নম্বর গলির চারিপাশের বাসা-বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলানোর সময় ওই স্থানের একটি বাড়ির ছাদে তিনটি বড় বড় নেশা নামক গাঁজা গাছের বাগান দেখতে পান।
পরে ওই নেশা নামক গাছসহ আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে র্যাব। ওই ব্যক্তি অবৈধ পন্থায় গাঁজা গাছের চারা রোপন করে দীর্ঘ দিন ধরে। পরে জব্দকৃত নেশা নামক গাঁজা গাছ সিলেট মহানগর পুলিশের থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব -৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, নেশা নামক গাছসহ আটককৃত ব্যক্তি ওই বাড়ির মালিক। ও বাসার ছাদে নেশা নামক গাছের বাগান করেছিল অবৈধভাবে। পাশাপাশি গাছটি বিক্রিও করত। কোথা থেকে কিভাবে এ রকম অবৈধ ব্যবসা করছে তা তাকে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।