আওয়ামী লীগের নতুন কমিটিতে সিলেটের যারা
অমিতা সিনহা, সিলেট:
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম সম্মেলনে সিলেটের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর অধিকাংশ আশাই পূর্ণতা পেয়েছে বলে ধারনা করা হচ্ছে।
তিন দিন ব্যাপী আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতি সর্বসাধারনের সম্মুখে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। নব কেন্দ্রীয় কমিটিতে সিলেটের বাঘা বাঘা নেতারা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য পদে মনোনীত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও সিলেট -১ আসনের সাবেক সংসদ আবুল মাল আবদুল মুহিত এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড. সৈয়দ আবু নছর।
দলটির নীতি নির্ধারণী কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ।
তবে অবিশ্বাস্য হলেও সত্য। এবার বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম সম্মেলনে ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে বিশেষ স্থানে জায়গা পেয়েছেন বিএনপি’র প্রবীণ নেতা ইনাম আহমদ চৌধুরী। এক সময় তিনি তাঁর বিএনপি’র আদর্শ নীতি নিয়ে দলটির দলীয় কার্যক্রম পরিচালনা করেছিলেন সিলেটের রাজনীতির ময়দানে। চাঙা করে রেখেছিলেন ভোটের ময়দানও। কিন্তু গেল বছর ২০১৮সনে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগ প্রচার-প্রচারণা শক্ত হাতে ভূমিকা রেখেও ঠাঁই হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মেয়র প্রার্থী হিসেবে। সিসিক নির্বাচনে শেষ মুহুর্তে এসে প্রবীণ এই নেতাকে হটিয়ে নিতে কার্পণ্য করেননি দলটি। আর সেই জ্বালাময়ী ক্ষোভ-দুঃখ থেকে বিএনপি দলটিকে শেষবারের মতো বিদায় জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর আদর্শ কন্যা শেখ হাসিনার হাত ধরেই আওয়ামী লীগে যোগ দান করেন ইনাম আহমদ চৌধুরী। সিলেটে আওয়ামী লীগের এমনি বহুগুণের অনেক নেতা আছে যাদের সৃজনশীল প্রতিভা রয়েছে রাজনীতির রাজপথে। কিন্তু ওদেরকে পিছনে ফেলে আওয়ামী লীগের ২১তম সম্মেলনে ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে আগত প্রবীণ নেতা ইনাম আহমদ চৌধুরী। আওয়ামী লীগের নব কেন্দ্রীয় কমিটিতে তাকে স্বপদে বহাল রেয়েছেন দলটির সভানেত্রী। এতে করে দলটির সিলেটের শীর্ষ নেতাদের মনে খানিকটা দুঃখ জমে রয়েছে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কমিটি এবং বাংলাদেশ আওয়ামী লীগের নব কেন্দ্রীয় কমিটির আংশিক ঘোষিত তালিকায় স্থান না পেয়েও আশার আলো খোঁজে বেড়াচ্ছে রাজপথ কাঁপানো দলটির পরীক্ষিত নেতারা। তাই দুই দিকে কোন কিনারা না পেলেও পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাবে বলে এখনও বুধ ভরা স্বপ্ন বুনেছে তারা।
তাদের মধ্যে ধূসর আলোয় হাতড়িয়ে বেড়াচ্ছে সাবেক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। তারা এখনও শূণ্য পদগুলোর দিকে চেয়ে রয়েছে দু’চোখ মেলে।
আশাবাদি পদগুলোর মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ৮টি পদের মধ্যে শূণ্য তিনটি পদের দিকে এখনো হাতড়িয়ে বেড়াচ্ছে এই গুণধর নেতারা। এদিকে সিলেটের রাজপথে ঝড়তোলা প্রভাবশালী নেতারা দুই কূল থেকে বঞ্চিত হয়েও স্বপ্নে বিভোর হয়ে আছে কোষাধ্যক্ষ পদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক পদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদ, উপ-প্রচার পদ এবং উপ -দপ্তর সম্পাদক পদের দিকে।
এখন দেখার বিষয় ২১তম বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে ঘোষিত নবকেন্দ্রীয় কমিটিতে টানা দ্বিতীয়বারের মতো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটিতে কোন কোন নেতাদের মনোনীত করেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।