শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর শ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 December, 2019 03:08

ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অশান্তি হয় : পররাষ্ট্রমন্ত্রী

ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অশান্তি হয় : পররাষ্ট্রমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পাশ্ববর্তী দেশ ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অশান্তি হয়। ভারতে কোন অবৈধ বাংলাদেশি থাকলে তাদেরকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হবে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর আখালিয়ার জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বাস্কেটবল গ্রাউন্ডে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব বলেন। 

মন্ত্রী বলেন, ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে। সেখানে অশান্তি হলে বাংলাদেশেও অশান্তি সৃষ্টি হবে।তারা কথা দিয়েছে তাদের দেশে এমন কিছু করবে না যাতে এই দেশ ক্ষতিগ্রস্ত হয়। 

অনুষ্ঠানে ২০১৮ সালের মে থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত অবৈধ জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয় উপস্থিতি সবার সম্মুখে।যার বাজারজাত মূল্য প্রায় ১৭ কোটি টাকা। 

ধ্বংসকৃত মাদকগুলোর মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি, ফেনসিডিল, বিয়ার, গাঁজা, ইয়াবা, বিড়ি ও সিগারেট। 

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, সিলেট সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন প্রমূখ।

উপরে