শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 December, 2019 22:19

পুলিশের বদৌলতে ফেরত আসছে সংখ্যালঘুর পৈত্রিক ভিটা

পুলিশের বদৌলতে ফেরত আসছে সংখ্যালঘুর পৈত্রিক ভিটা
অমিত পাল, বাগেরহাট: :

বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খানের প্রচেষ্টায় একটি সংখ্যালঘু পরিবার তাদের পৈত্রিক ভিটা ফেরত পেতে যাচ্ছে। 

দীর্ঘদিন ধরে তারই পৈত্রিক ভিটায় ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখল করে রেখেছিল। পৈত্রিক জমি ফেরত পেতে এলাকার জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে বছরের পর বছর দৌড়ঝাঁপ করেন জমির মালিক কুমারেশ বিশ্বাস। কোনো ফায়দা হয়নি তার। অবশেষে রামপালে সদ্য নিযুক্ত ওসির শরনাপন্ন হন কুমারেশ।  

ভুক্তভোগী এবং এলাকাবাসী জানায়, রামপালের চাঁদপুর গ্রামে হতদরিদ্র কুমারেশ বিশ্বাস স্থায়ীভাবে বসবাস করে আসছে। কিন্তু হঠাৎ করে তার জমি ভিপি তালিকাভুক্ত করা হয়। ২০১৩ সালে অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন পাশ হলেও কুমারেশ বিশ্বাস জমি ফেরত পায়নি। 

ওই এলাকার প্রভাবশালী আমজাদ হোসেন জোরপূর্বক ওই জমিতে ঘর তৈরী করে। বিষয়টি নিয়ে কুমারেশ বিশ্বাস বিভিন্ন মহলে অভিযোগ দেয় এবং সাংবাদিক সম্মেলন করে। 

ঘটনাটি রামপাল থানার ওসির দৃষ্টিগোচর হয় এবং তিনি গত ২৯ নভেম্বর উভয়পক্ষের আইনজীবীকে নিয়ে কাগজপত্রের চুলচেরা বিশ্লেষন করেন। তিনি সিদ্ধান্ত দেন আমজাদ হোসেন ডিসিআর ব্যাতীত কোন অবস্থাতেই ভিপি জমি ভোগদখল করতে পারবে না। ২৫ ডিসেম্বর ওসির নির্দেশ মোতাবেক আমজাদ হোসেন এর প্রাপ্য ১৬ শতাংশ জমি সার্ভেয়ার দিয়ে মেপে সীমানা নির্ধারন করে দেন ফয়লাহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ লুৎফর রহমান। ফলে দীর্ঘ কয়েক বছরের বিবাদ অবসান হয়েছে। 

এমন সৎ, দক্ষ ও জনবান্ধব পুলিশ অফিসারের কার্যক্রমে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। মানুষ পুলিশের কাছে গিয়ে ভোগান্তি এড়িয়ে তাদের কাংখিত সেবা পাবে এমনটাই আশা সকলের।  

উপরে