বন ও পরিবেশ উপমন্ত্রীর পানির ট্যাংক ও শীতবস্ত্র বিতরণ
রামপালে গরীব ও দুস্থঃদের মাঝে শীতবস্ত্র ও খাবার পানি সংরক্ষনের ট্যাংক বিতরণ করা হয়েছে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথমে গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ,ইউপি চেয়ারম্যান আঃ হান্নান ডাব্লিউ-এর সভাপতিত্বে রাজনগর ইউনিয়ন পরিষদ ও হুড়কা ইউনিয়ন পরিষদ চত্তরে ইউপি চেয়ারম্যান তপন গোলদারের সভাপতিত্বে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
এরপর রামপাল জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আয়োজনে বিনামূল্যে খাবার পানি সংরক্ষনের ট্যাংক বিতরন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি জেলা,জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ইমরান হোসেন, পরিষদ সদস্য অসীত বরন কুন্ডু,ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
রামপালে জাতীয় সমাজসেবা দিবস ২০২০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাদকবিরোধী র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে প্রথমে র্যালী এবং তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, এসআই বাশার, ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।