শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 January, 2020 01:18

পেকুয়ার বারবাকিয়ায় মাষ্টার হেলাল উদ্দিন মনি স্মৃতি মেধাবৃত্তি প্রদাণ

পেকুয়ার বারবাকিয়ায় মাষ্টার হেলাল উদ্দিন মনি স্মৃতি মেধাবৃত্তি প্রদাণ
চকোরিয়া প্রতিনিধি :

বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত মাষ্টার হেলাল উদ্দিন মনি স্মৃতি মেধা বৃত্তি ২০১৯ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে এই পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মো. জাকারিয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারবাকিয়ার কৃতি সন্তান অতিরিক্ত জেলা জজ মো. জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাষ্টার ছাবের আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইকবাল হোসাইন, ডা. জাকের হোসেন, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিন। প্রাক্তন ছাত্র সংসদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক সাজ্জাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বর্তমান সভাপতি সাকিব উদ্দিন পিপিএম, সাধারণ সম্পাদক ফোরকান আলী আহমদ, কোষাধক্ষ ওসমান গণি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সুমন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংসদের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরিচালনা পর্ষদের আহ্বায়ক আজিজুল হক।  

বিশেষ অতিথি বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচ বদিউল আলমের মোনাজাতের মাধ্যমে মরহুম হেলাল মনির বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। 

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর পেকুয়া উপজেলার ৫ টি  বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ২ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে।

উপরে