রামপালে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা
বাগেরহাটের রামপালে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষনগননা উপলক্ষ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে রামপাল উপজেলা পরিষদ চত্বরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউএনও তুষার কুমার পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আ. রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, অধ্যক্ষ মোতাহার হোসেন, মো. হামীম নুরী, উপজেলা প্রানী সম্পাদ অফিসার মো. জাহিদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লা শেখ, উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আকতারুজ্জামান, তপন গোলদার, মো. নুরুল আমিন, আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, যুবলীগের মনির হোসেন প্রিন্স, সেচ্চাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, শ্রমিকলীগ সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মো. হাফিজুর রহমানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।