শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 January, 2020 00:44

তারমুক্ত সিলেট উপহার দিয়ে প্রশংসিত মেয়র আরিফুল হক

তারমুক্ত সিলেট উপহার দিয়ে প্রশংসিত মেয়র আরিফুল হক
অমিতা সিনহা, সিলেট :

সাম্প্রতিক আধ্যাত্মিক শহর সিলেটে জঞ্জাল ভরপুর তারবিহীন মুক্ত আকাশ দেখা দিয়েছে। নান্দনিক স্বচ্ছ খোলা নীল আকাশ দেখে উচ্চসিত সিলটবাসী। এ কাজে নগরবাসীর মন জয় করে বাহবা কুঁড়িয়ে নিয়েছেন  মেয়র আরিফুল হক চৌধুরী। 

শুধু নগরবাসীর নয়। শ্রীভূমি শ্রীহট্ট প্রিয়াসী পর্যটক ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসীরাও প্রশংসা করছেন এই উদ্যোগের।

সম্প্রতি শ্রীভূমি শ্রীহট্টের হযরত শাহজালাল মাজার দরগাহ এলাকায় ঝুলন্ত জঞ্জাল ভরপুর বিভিন্ন প্রকারের তার ও বৈদ্যুতিক খুটি অপসারণ করে ভূগর্ভস্থের মধ্যে বসানো হয়েছে প্রয়োজনীয় তারগুলো।এতে করে ওই এলাকা রূপ নিয়েছে চাকচিক্যময় নগরীর। 

দিনের আলোয় নগরের মধ্যে ঝুলন্ত জঞ্জাল মুক্ত খোলা আকাশ দেখে সর্বস্তরের মানুষ মুগ্ধতায় হারিয়েছেন।অনেকেই তাদের মনের ভাব প্রকাশ করেছেন মুঠোফোন কিংবা ক্যামেরায় এক একটি ছবি ও সেলফি তুলে।আবার অনেকে ওই এলাকার  চিত্রটি ভিডিও ধারণ করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে। 

সিলেট নগরীর দরগাহ এলাকায় ভিডিও ও ছবিগুলো দেশে নেটিজেনরা মনে করেছিল এটি কোন বিদেশের উন্নত দেশের চিত্র। পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ভূয়সী প্রসংশা করেছেন নেটিজেনরা। 

সিলেট নগরীতে রাস্তা প্রশস্তকরণ, ছড়া উদ্ধার আর এখন ঝুলন্ত তার ও বৈদ্যুতিক খুঁটিবিহীন নগরী সৃষ্টি করার লক্ষ্যে মেয়র আরিফ যেভাবে কাজের তদারক করে যাচ্ছেন তা বাস্তবিক ক্ষেত্রে প্রশংসনীয়। নগরীর ঝুলন্ত তার ও বৈদ্যুতিক খুটি অপসারনের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রকল্পটির। 

জানা গেছে, প্রকল্পটি বালিত হওয়ার সম্ভাবনা ছিল।পরবর্তীতে স্থানীয় মন্ত্রীদের সহায়তায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাজের তদারকের দায়িত্ব নেয় সিলেট সিটি কর্পোরেশন। ফলে দ্রুতগতিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কাজ এগিয়ে নিচ্ছে। সক্ষম হয়েছে জঞ্জাল ভরপুর ঝুলন্ত তার ও বিদ্যুতিক খুটি বিহীন একটি এলাকা গড়তে।

এ বিষয়ে সিসিকের মেয়র আরিফ বলেন, এখন থেকে বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনকে অবহিত না করে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন বসানো রাস্তায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান খুড়াখুড়ি করতে পারবে না। নগরীকে উন্নত সুন্দর স্মার্ট নগরী গড়ে তোলা সকলের দায়িত্ব। 

উপরে