শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 17 January, 2020 20:15

মার্চে বঙ্গবন্ধুর ১২৭টি ভাষণ প্রকাশ: ড. মোমেন

মার্চে বঙ্গবন্ধুর ১২৭টি ভাষণ প্রকাশ: ড. মোমেন
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাষণ সংগ্রহ করা হয়েছে। আগামী মার্চে বঙ্গবন্ধুর ১২৭টি ভাষণ প্রকাশ করতে পারবো। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এই কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন দেশ নয়। সম্ভাবনাময়ী দেশ। এই মুজিববর্ষে সারা বিশ্বকে আমরা তা জানান দিতে চাই। এজন্য বিশ্বজুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে। ইতোমধ্যে ইউনেস্কো যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে সম্মত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন মিশন নতুনভাবে সাজানো হয়েছে। আমরা চেষ্টা করছি বিদেশে যত বেশি রোড এবং এভিনিউ বঙ্গবন্ধুর নামে করার। কিছু সাড়াও পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে  ইউনেস্কোও আমার সাথে একমত হয়েছে। তারাও আমাদের সাথে মিলে মুজিববর্ষ উদযাপন করবে।  

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পাকিস্তানের  মানুষ তাদের প্রধানমন্ত্রী ইমরান খানকে বলে, আগামী ১৯ বছরে সুইজারল্যান্ড না বানিয়ে বাংলাদেশ বানিয়ে দেখান। অত্যন্ত বাংলাদেশের সমমূল্য হলেই পাকিস্তানের  মানুষ খুশি।চিন্তা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত আগে চিন্তা করেছিলেন। বাংলার মানুষের মুক্তির জন্য তিনি বহু আগেই সংগ্রামও করেছিলেন। আর সেই সুফল আমরা ভোগ করছি। 

মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় তুলে ধরে মন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা বিভিন্নভাবে প্রবাসীদের সুবিধা দেয়ার চেষ্টা করেছি। পাশাপাশি প্রবাসী হয়রানি বন্ধের লক্ষ্যে দেশের সকল বিমানবন্দর সিসিটিভির আওতায় আনা হয়েছে। একই সাথে বিভিন্ন মিশনে হয়রানি বন্ধে ২৪ ঘণ্টা সেবার লক্ষ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রবাসীদের জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে ৩৪ ধরণের সেবা পাবে  প্রবাসীরা। 

সিলেটে মন্ত্রীর এক বছরের উন্নয়ন কাজের ফিরিস্তি  তুলে ধরে তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজের অর্থ বরাদ্ধ হয়ে গেছে। মাস দুয়েকের মধ্যে এর টেন্ডার হবে এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ দ্রুতই শুরু হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজও এগিয়ে যাচ্ছে। আশা করি সিলেট-ঢাকা সরাসরি রুট চালু করা যাবে এই জানুয়ারিতেই। 

সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েল গেজ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কাজ শেষ হলে এই রুটে নতুন ট্রেন আনা হবে। তার আগে যে ট্রেনগুলো আছে সেগুলো নতুন বগি সংযোজন করা হচ্ছে। যার মধ্যে এসি বগিও থাকবে। আগামী সোমবার এসব নতুন বগি সংযোজন করা হবে। 

মন্ত্রী জানান, সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এছাড়া পুরো সিলেটকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে যার মাধ্যমে সিলেটে অপরাধের মাত্রা উল্লেখ যোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে সিলেটকে ডিজিটাল সিটি হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ হয়েছে। তাই নাগরিক সেবার মান বৃদ্ধি করার ক্ষেত্রে যে কোনো সেবার জন্য ৩৩৩-এ কল করার ব্যবস্থা করা হয়েছে। 

প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশনকে ১২শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে তিনি বলেন, এটি এখন পর্যন্ত সর্বোচ্চ বরাদ্দ। সিলেটের সৌন্দর্যবর্ধন এবং জলাবদ্ধতা দূরীকরণে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া  সিলেটে শিক্ষার মান উন্নয়নে এক সাথে ৬০ টি নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলছে। ১২৮ কলেজে আড়াই থেকে ৮ কোটি টাকা পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া শাহপরান দরগাহে দৃষ্টিনন্দন করা, সুরমা নদী উদ্ধার, সিলেটের ট্রাক ও বাস টার্মিনালকে নতুনভাবে আধুনিকায়ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া সড়কের  চার লেনের কাজ শেষ হলে নগরীর ভেতর দিয়ে ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হবে। 

এর আগে বিকেল ৩টায় দেশের প্রথম সিলেট নগরীর শাহজালাল (রহ.) মাজারের সামনে ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইনের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এসময় উপস্থিতি ছিলেন - সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মিসবাহ উদ্দিন সিরাজ, মাসুক উদ্দিন আহমদ, শফিকুর রহমান চৌধুরী, আসাদ উদ্দিন আহমদ, নাসির উদ্দিন খান, অধ্যাপক জাকির আহমদ ও  কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমূখ।

উপরে