ওয়ানডে ম্যাচ খেলতে সিলেটের মাটিতে বাংলাদেশ-জিম্বাবুয়ে
আন্তর্জাতিক ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে এখন সিলেটে পৌঁছেছে বাংলাদেশ-জিম্বাবুয়ের ক্রিকেট দল।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সিলেটে এসে পৌছায় দুটি দল। আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করেন সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। বেলা পৌনে ১২টার নাগাদ সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন জিম্বাবুয়ের ক্রিকেট দল।
অপরদিকে সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন রাজধানী ঢাকা থেকে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ-জিম্বাবুয়ের ৩টি ওয়ানডে ম্যাচ সম্পন্ন করতে অনুশীলন করবেন শুক্রবার ও শনিবার। এরপর আগামী ১,৩ ও ৬ মার্চ বাংলাদেশ বনাব জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর এতে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা।
তবে আজ সিলেটে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আসেনি। কিন্তু প্রতিটি ম্যাচে মাশরাফি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে বিসিবির সিলেট শাখার কর্তৃপক্ষ।
এদিকে এই তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ম্যাচকে নিয়ে আগ্রহ উদ্দিপনা বেড়ে যাচ্ছে সিলেটের ক্রীড়া প্রেমীদের মধ্যে। বরাবরের মতো এবারও বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই দল অবস্থান করছে সিলেট রোজ ভিউ হোটেলে।এ বিষয়ে বিসিবির সিলেট শাখার ম্যানেজার ফরহাদ কোরেশী বলেন, দুই দলই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটে পৌছেছে। আগামী শনিবার থেকে ক্রীড়া প্রেমীদের জন্য টিকেট বিক্রি করা হবে সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে।