সারাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশজুড়ে গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুজিব বর্ষের মূল অনুষ্ঠান সীমিত করা হলেও দেশজুড়ে ছিল বর্ণিল আয়োজন।
প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের নেতারা। এ সময় বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটেরে উপপরিচালক দেব প্রসাদ পাল, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশাল: সকালে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৯টায় আওয়ামী লীগ কার্যালয়সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহানগর আওয়ামী লীগের নেতারা ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।
পাবনা: দিনটি উপলক্ষে পাবনা জেলা সমাজকল্যাণ অধিদপ্তর বিভিন্ন রোগে আক্রান্ত ২০৪ জন রোগীর মাঝে ১ কোটি ২ লাখ টাকার চেক বিতরণ করেন।
এদিকে, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. নিরঞ্জন চন্দ্র বসাকের নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেন।
নারায়ণগঞ্জ: সকালে নগরীর ২ নং রেলগেট এলাকায় সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য উদ্বোধন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিজয়স্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন ও পুলিশ সুপার জায়েদুল আলম।
চুয়াডাঙ্গা: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এদিন ভোর সাড়ে ৬টায় জেলা প্রশাসন কার্যালয়ে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ফরিদপুর: সকালে কেক কেটে ও বেলুন উড়িয়ে মুজিব শতবর্ষের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মুজিব বর্ষ উপলক্ষে মুজিব কর্নার উদ্বোধন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
ফেনী: আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটাসহ নানা আয়োজনে ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটির প্রথম প্রহরে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে তোপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জমান প্রমুখ।
হিলি: সকালে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠিতে দিবসটি উদযাপন করা হয়। এ সময় ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন, ঝালকাঠি পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. কামাল হোসেন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী নূর উস শাম্স, উপসহকারী প্রকৌশলী অনুপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ: গত সোমবার রাত ১২টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শত মোমবাতি প্রজ্বালন করে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে সেখানে কেক কাটা হয়। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম: সকালে স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
এছাড়া দুপুরে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।
লক্ষ্মীপুর: সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানসহ জেলা আওয়ামী লীগের নেতারা। পরে অতিথিরা কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী: সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম পুষ্পমাল্য অর্পণ করেন।
সিরাজগঞ্জ: জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯টায় কালেক্টরেট কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় কেক কাটা, বেলা ১১টায় সার্কিট হাউজে নবনির্মিত জাতীর পিতা বঙ্গবন্ধুর চিরঞ্জীব মুজিব ম্যুরালের উদ্বোধন এবং দুপুর ১২টায় শিশু পরিবারের শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে ১৪ গৃহহীন দুস্থকে ঘর হস্তান্তর করা হয়।
সুনামগঞ্জ: এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৩০টি গৃহহীন পরিবারের হাতে নতুন ঘরের চাবি ও ২৫ জন মুক্তিযোদ্ধাকে বাড়ির জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়। গতকাল দুপুরে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে গৃহহীনদের চাবি ও মুক্তিযোদ্ধাদের দলিল হস্তান্তর করা হয়।
আলোচনা সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন রুমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মিজান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমরান হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে প্রমুখ।
কিশোরগঞ্জ: জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল বিকাল ৪টায় কিশোরগঞ্জে জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। এ সময় অন্যদের মধ্যে জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহামুদ পারভেজ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলার পাবলিক প্রসিকিউটর শাহ্ আজিজুল হকসহ জেলা পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।
রংপুর: গতকাল সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের মূল কর্মসূচি শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন বেরোবির প্রো-ভিসি প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশীদ প্রমুখ।
এদিকে রংপুর আঞ্চলিক কর অফিসের উদ্যোগে কার্যালয়ের মুজিব কর্নারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন কারমাইকেল কলেজ বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক শাহ আলম, অতিরিক্ত কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান, সুমন কুমার বর্মন, বাসস রংপুর বিভাগীয় প্রতিনিধি মামুন ইসলাম প্রমুখ।