করোনা আতঙ্কের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ঢাকা-১০ সহ তিন উপনির্বাচন
করোনার কারণে পেছাচ্ছে না ঢাকা ১০-সহ তিনটি সংসদীয় আসনের উপনির্বাচন।
বিশ্বের অন্যান দেশের মতো বাংলাদেশও যখন করোনা আতঙ্কে দিন পার করছে তখন ঢাকা ১০, গাইবান্ধা ৩, বাগেরহাট ৪ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আগামীকাল শনিবার।
তবে সব ভোটারদের হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করে ভোটকেন্দ্রের যাওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ নিয়ে আগামী মঙ্গলবারের মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, আগামী ২১ মার্চ ঢাকা ১০, গাইবান্ধা ৩, বাগেরহাট ৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পরিস্থিতি বিবেচনা করে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন, বগুড়া ১, যশোর ৬ আসনের উপনির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই নির্বাচন পেছানো সম্ভব না। তবে ভোট কেন্দ্রগুলোতে করোনাভাইরাস মোকাবেলায় সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার দুর্যোগ হিসেবে এই পরিস্থিতিকে ঘোষণা না করায় নির্বাচন স্থগিত করা হচ্ছে না।
এ সময় প্রবাসীদের ভোট দিতে না আসার পরামর্শ দেন তিনি।