শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 April, 2020 23:51

রামপালের হুড়কা ইউনিয়নে করোনা সতর্কতায় অভিনব উদ্যোগ

রামপালের হুড়কা ইউনিয়নে করোনা সতর্কতায় অভিনব উদ্যোগ
বাগেরহাট প্রতিনিধি :

রামপালে করোনা ভাইরাস পরিস্থিতিতে বহিরাগতদের প্রবেশ সংরক্ষিত নিশ্চিত করতে গণসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসাবে প্রবেশদ্বার তৈরী করা হয়েছে৷ উপজেলাধীন হুড়কা ইউনিয়নের (ভেকটমারী-বেলাই অংশে) প্রবেশমুখেই রয়েছে এ প্রবেশদ্বার।

হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এটি শুরু করা হয়েছে। রামপালের এই ইউনিয়নেই সর্বপ্রথম এ ব্যবস্থা চালু করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এলাকার সকল প্রবেশ পথ বাঁশের বেড়া দেওয়া হয়েছে যাতে লোকজন ইচ্ছেমতো প্রবেশ বা বাইরে প্রস্থান না করতে পারে ৷ প্রবেশ পথের প্রধান দ্বারে নেয়া হয়েছে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা। পালাক্রমে এলাকার যুবকরা এই কাজে সাহায্য করছে। এলাকায়  বহিরাগত জন সাধারনের প্রবেশ নিষেধ করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া এলাকা থেকে কাউকে বাইরে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার জানান, আমরা এলাকার লোকজনের সহায়তায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করতে পেরেছি ৷ এতে এলাকার লোকজন নিজেরা সুরক্ষিত থাকবে ৷ করোনা পরিস্থিতিতে আমাদের মতো সবাই যদি প্রতিটি এলাকায় এভাবে প্রতিরোধ গড়ে তোলে তাহলে হয়তো সুরক্ষা নিশ্চিত করতে পারবো ৷ তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

উপরে