রামপাল তাপবিদ্যুত কেন্দ্রের পক্ষ থেকে ৩ হাজার পরিবারকে ত্রান সহায়তা
করোনাভাইরাস পরিস্থিতিতে রামপাল তাপবিদ্যুত কেন্দ্রের পক্ষ থেকে ৩ হাজার কর্মহীন অসচ্ছল ও দুস্থঃ পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় প্রথমে ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, এরপর বাইনতলা ও বাঁশতলী ইউনিয়নে ত্রানসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটা মাত্র উপায় হচ্ছে শুধুমাত্র সাবধানতা অবলম্বন করা। সবাইকে বাড়িতে অবস্থান করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথমেই ত্রান সহায়তার নির্দেশ দিয়েছিলেন। রামপাল তাপবিদ্যুত কেন্দ্র গরীব অসহায় মানুষের জন্য ৭ টি ইউনিয়নে ২২০ টি করে ত্রানের প্যাকেট এবং বাকি ৩টি ইউনিয়নে এই সংখ্যার বেশী পরিমানে প্যাকেট সরবরাহ করবে। এছাড়া ১০ টাকা কেজি দরে চাল এবং ভিজিডির চাল ও দেয়া হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ডেপুটি ম্যানেজার জি এম তরিকুল ইসলাম, রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন খান, উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও তাপবিদ্যুত কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।