শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 April, 2020 19:45

বঙ্গবন্ধুর খুনী মাজেদের লন্ডন কানেকশন নিয়ে তোলপাড়

কলকাতার বাংলাদেশ হাইকমিশনে অবাধ যাতায়াত ছিল মাজেদের
বঙ্গবন্ধুর খুনী মাজেদের লন্ডন কানেকশন নিয়ে তোলপাড়

তুহিন সানজিদ, নিউ ইয়র্ক: 

কলকাতায় বসেই বঙ্গবন্ধুর অন্য খুনীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ। এজন্য তিনি ব্যবহার করতেন ভিন্ন নামে কেনা একাধিক সিমকার্ড এবং সিক্রেট অ্যাপ। কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরীর সাথে নিয়মিত ফোনে কথা বলতেন মাজেদ। বর্তমানে ইউরোপের কোনো একটি দেশের পাসপোর্টধারী ডালিমের সাথেও ছিল যোগাযোগ। এছাড়া লন্ডনে দুই ব্যাক্তির সাথেও নিয়মিত কথা বলার যাবতীয় তথ্য প্রমান পেয়েছে গোয়েন্দারা। তবে লন্ডনে যাদের সাথে মাজেদ কথা বলতো তাদের পরিচয় নিশ্চিত হতে তদন্ত চলছে। একাধিক বিশ্বস্থ সূত্রে জানা গেছে এসব তথ্য।
পাকিস্তানে পালিয়ে থাকার বঙ্গবন্ধুর আরেক খুনী আব্দুর রশীদ ও তার মেয়ে মেহনাজ রশীদের সাথেও নিয়মিত যোগাযোগ ছিল মাজেদের। কয়েকদিন আগে ফাঁসি কার্যকর হবার পর অন্য খুনীদের সাথে যোগাযোগসহ তার বিভিন্ন কর্মকাণ্ড এবং নেটওয়ার্কের বিষয়ে একের পর এক  বেরিয়ে আসছে গুরুত্বপুর্ণ তথ্য। 
সূত্রটি জানিয়েছে, মাজেদ ভিন্ন ভিন্ন সিমকার্ড দিয়ে সবচেয়ে বেশি কল করতেন লন্ডনে। আবার সেই একই নাম্বার থেকে ফোন আসতো মাজেদের কাছেও। কারো কারো সাথে কথা বলার সময় সিক্রেট অ্যাপ ব্যবহার করতেন। এসব ফোন কলের ভয়েস রেকর্ড উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা। বঙ্গবন্ধুর অন্য খুনীদের সাথে মাজেদের যোগাযোগ আছে এমন তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশের গোয়েন্দারাও। ভারতের গোয়েন্দাদের কাছ থেকে জানার পর মাজেদের লন্ডন কানেকশানের ব্যাপারে তথ্য উদ্ধার করতে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থাটি। 
লন্ডনের যেসব নম্বরে নিয়মিত কথা বলতেন মাজেদ সেই নম্বরের মালিকদের পরিচয় এবং কথোপকথনের ভয়েস রেকর্ড উদ্ধারের জন্য ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সাহায্য নেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর আরেক খুনী শরিফুল হক ডালিম ফ্রান্স, ইতালি এবং পোল্যান্ডে পালিয়ে থাকার পর সর্বশেষ ইংল্যান্ডে বসবাস করছে কি না তার কোনো সঠিক তথ্য এখনও বাংলাদেশ সরকারের কাছে নেই। তবে মাজেদের লন্ডন কানেকশন তথ্য উদ্ধার করতে পারলে হয়তো পালিয়ে থাকা খুনী ডালিম সম্পর্কে জানা যাবে। 
তবে দু’দেশের গোয়েন্দাদের কাছে আরো ভয়ংকর তথ্য আছে বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনীদের সম্পর্কে। বঙ্গবন্ধুর জেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্রের সাথে পালিয়ে থাকা ফাঁসির দ-প্রাপ্ত খুনীরা জড়িত এমন তথ্য গোয়েন্দাদের কাছে আগে থেকেই ছিল। তবে তাদের ইন্ধনদাতা, পরিকল্পনাকারী ও অর্থায়নকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিল একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্টি। একটি জাহাজে করে বাংলাদেশে পাঠানো হচ্ছিল অত্যাধুনিক অস্ত্র ও গ্রেনেড। বঙ্গপোসাগরের ভারতীয় সীমান্তের অদূরে ওই জাহাজটিতে আকষ্মিক বিষ্ফোরণ ঘটে এবং সম্পুর্ণ ধ্বংস হয়ে যায়। সেসময় বাংলাদেশ সরকার জানলেও ভারতীয় মিডিয়ায় আসে নির্বাচনের কিছুদিন পর। জানা যায় জাহাজটিতে বিষ্ফোরণ এমনি এমনি ঘটেনি। বিষ্ফোরণ ঘটিয়ে জাহাজটিকে ধ্বংসের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত ছিল এবং প্রধান উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে রাখা। পরে হত্যার চক্রান্ত এবং জাহাজে অস্ত্র পাঠানোর অর্থায়নকারীদের ব্যাপারে তদন্ত করতে গিয়ে দু’দেশের গোয়েন্দারা লন্ডন কানেকশন খুঁজে পায়। এ ব্যাপারে কিছু তথ্য প্রমাণ পাবার পর থেকে সেই ব্যক্তি তখন থেকেই ব্রিটিশ গোয়েন্দাদের নজরদারিতে রয়েছে।
সূত্রটি জানিয়েছে, খুনী মাজেদ কলকাতায় থাকাকালীন লন্ডনে যাদের সাথে কথা বলতেন সেই ভয়েস রেকর্ড উদ্ধার করতে পারলে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অর্থায়নকারীদের খুঁজে বের করতে আরো সহজ হবে। তবে সূত্রটি আরো জানিয়েছে, বাংলাদেশের গোয়েন্দারা এই তথ্য উদ্ধারের খুব কাছাকাছি পৌঁছে গেছে।
অন্যদিকে কলকাতায় অবস্থানকালে বাংলাদেশে তার প্রথম স্ত্রী-সন্তানদের সাথে ছাড়াও আরো কয়েকজনের সাথে নিয়মিত ফোনে কথা বলতেন বঙ্গবন্ধুর খুনী মাজেদ। গোয়েন্দারা সেইসব নাম্বারের মালিকদের নাম পরিচয় জানতে পেরেছে। গোয়েন্দা নজরদারিতে থাকা ওইসব ব্যাক্তিরা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন। 
এদিকে কলকাতার পার্কস্ট্রীটের বেডফোর্ড লেনের ১২এইচ/৩৪ নম্বর বাসায় আহমেদ আলি নামে দীর্ঘ ১৯ বছর ধরে বসবাস করেছে খুনী মাজেদ সেই বাসা থেকে যেসব কাগজপত্র ও ডকুমেন্টস উদ্ধার করেছে তা দেখে হতবাক হয়ে গেছে কলকাতা পুলিশ। তবে এ ব্যাপারে রহস্যজনক কারণেই মিডিয়ার কাছে কোনোভাবেই মুখ খোলেনি কলকাতা পুলিশ, গোয়েন্দা সংস্থা অথবা পশ্চিমবঙ্গ সরকার।
১৯৭৫ সালের ১৫আগস্ট সপরিবারে জাতির জনককে নৃশংসভাবে হত্যার পর নভেম্বরে দেশ ত্যাগের আগ পর্যন্ত অন্য খুনিদের সঙ্গে বঙ্গভবনেই বিভিন্ন দায়িত্ব পালন করে মাজেদ। পরে হত্যাকাণ্ডে জড়িত অন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে তিনি ব্যাংকক হয়ে পাকিস্তান এবং পরে লিবিয়া চলে যান। মাজেদ সেসময় লিবিয়ায় কয়েকমাস ছিলেন। এরপর পুরস্কার হিসেবে তাকেসহ অন্য অনেককে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়। মাজেদকে চাকরি দিয়ে পাঠানো হয় সেনেগালের বাংলাদেশ দূতাবাসে।
পরে দেশে ফিরিয়ে এনে ১৯৮০ সালের ২৬ মার্চ আবদুল মাজেদকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনে চাকরি দেওয়া হয়। সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে উপসচিব মর্যাদায় যোগ দেন তিনি। পরে তাকে তখনকার যুব উন্নয়ন মন্ত্রণালয়ের ইয়ুথ ডেভেলপমেন্ট  ও জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালকের দায়িত্ব দেয়া হয়। 
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গ্রেফতারের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে পাকিস্তানে চলে যান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ। এরপর সেনেগাল, ভারত, লিবিয়া ছাড়া জিম্বাবুয়েও কিছুদিন অবস্থান করেন। ১৯৯৮ সালের ৮ নভেম্বর তৎকালীন ঢাকার দায়রা জজ কাজী গোলাম রসুল বঙ্গবন্ধুর ১৫ জন খুনীর মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দেন। তারপর আর দেশে ফেরা হয়নি মাজেদের। 
২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর অন্য খুনীদের পরামর্শে সে বছরের শেষের দিকে পাকিস্তান থেকে লিবিয়া হয়ে কলকাতায় এসে বসবাস শুরু করে মাজেদ। পার্কস্ট্রীটের বেডফোর্ড লেনের এই বাসায় আসার পর তৎকালীন সময়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে সখ্যতা গড়ে তোলেন তিনি। হাইকমিশনের একাধিক কর্মকর্তার অফিসকক্ষে ছিল মাজেদের নিয়মিত যাতায়াত। কর্মকর্তাদের আমন্ত্রণে বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত যোগ দিতেন।  কোনো কোনো কর্মকর্তার বাসায় গভীর রাত পর্যন্ত বিশেষ কিছু ব্যাক্তির সাথে আড্ডা দিত। মাজেদের সাথে সুসম্পর্ক ছিল এমন সাবেক এক কর্মকর্তা বর্তমানে সপরিবারে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন।
এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দ্বিতীয় সচিব পদমর্যাদার ”ম” আদ্যাক্ষরের এক নারী কর্মকর্তার সাথেও ঘনিষ্ঠতা গড়ে তোলেন খুনী মাজেদ। যাতায়াত ছিল তার বাসায়ও। প্রায় ৯ বছর এই উপ-হাইকমিশনে চাকরি করার পর গত বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং পদোন্নতি নিয়ে অন্যত্র যোগদান করেছেন তিনি। ঘনিষ্ঠতা ও আর্থিক লেনদেনের মাধ্যমে মাজেদ হাই কমিশনের গুরুত্বপুর্ণ কোনো তথ্য হাতিয়ে নিতেন কি না তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। হাইকমিশনে স্থানীয়ভাবে নিয়োগকৃত কর্মচারিদের সাথে মাজেদের ছিল বিশেষ সখ্যতা। কারো কারো বাসায় যাতায়াত ছিল তার। তাদের অনেকেই এখনও কর্মরত আছেন উপ-হাইকমিশনে। তবে উপ-হাইকমিশনের বর্তমান টিমের সাথে অনেক চেষ্টা করেও সখ্যতা গড়ে তুলতে পারেনি। এই টিমের তৎপরতার কারণে মাজেদের নেটওয়ার্কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে বেশিরভাগ সময়ই ঘর থেকে বের হতো না।
এদিকে বঙ্গবন্ধুর খুনী ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ ওরফে আহমেদ আলীর সাথে কাদের ঘনিষ্ঠতা ছিল সেই তদন্তে মাঠে নেমেছে কলকাতা পুলিশ ও গোয়েন্দাদের একাধিক টিম। পরিচয় লুকিয়ে কিভাবে তিনি কিভাবে আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ। পার্কস্ট্রীটের বেডফোর্ড লেনের ওই বাসায় আহমেদ আলি নামে মাজেদকে অনেকেই চিনতো ইংরেজির মাষ্টারমশাই হিসেবে। কয়েকজন ছোট বাচ্চাকে ইংরেজি পড়িয়ে তার সংসার চলার কথা না। অথচ মোটা অংকের টাকা সুদে খাটাতেন তিনি। সম্প্রতি তালতলা এলাকায় ২৫ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট বুক করেছিলেন মাজেদ। সাইফুদ্দিন ওরফে আলী নামের এক ব্রোকারের মাধ্যমে আরও একটি ফ্লাট কেনার চেষ্টা করছিলেন তিনি। তার অর্থের উৎস খুঁজতে মাঠে নেমেছেন দু’দেশের গোয়েন্দারাই। মাজেদের কাছ থেকে টাকা বাংলাদেশ থেকে নাকি লন্ডন থেকে পাঠানো হতো তা জানা যাবে শিগগির।
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার ৪৪বছর ৭মাস ২১দিন পর গত ১২এপ্রিল রাতে আত্মস্বীকৃত খুনী ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসির দণ্ড কার্যকর করা হয় ঢাকা কেন্দ্রিয় কারাগারে। এর আগে প্রায় দেড় যুগেরও বেশি সময় ভারতের কলকাতায় পালিয়ে থাকা মাজেদকে ৬ এপ্রিল রাত ৩টা ৪৫মিনিটে ঢাকার মিরপুর থেকে কাউন্টার টেররিজম পুলিশের একটি টহল দল গ্রেফতার করে। এত রাতে ঘোরাফেরার কারণ জিজ্ঞেস করলে অসংলগ্ন কথাবার্তার এক পর্যায়ে নিজের আসল নাম এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে সে। 
মাজেদের ভারতীয় স্ত্রীর দেয়া তথ্যমতে ২২ জানুয়ারি চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হন আহমেদ আলী ওরফে মাজেদ। এরপর থেকে ৬এপ্রিল পর্যন্ত তিনি কোথায় ছিলেন সে বিষয়টি রহস্যজনক। ভারতীয় মিডিয়া ও মিডিয়া কর্মীরা বিষয়টি নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন। এ বিষয়ে বাংলাদেশের অনেকেই বিষ্ময় প্রকাশ করে বলেছেন দুই যুগ ধরে পালিয়ে থাকা সাবেক এই কর্মকর্তা পুলিশের হাতে ধরা পড়ার সাথে সাথেই নিজের আসল নাম এবং বঙ্গবন্ধুর খুনী হিসেবে পরিচয় দেবে এটা রহস্যজনক। 
তবে কিভাবে মাজেদ ভারত থেকে বাংলাদেশে আসলেন, কারা তাকে নিয়ে আসলো সেই রহস্যের ভিতরে ঢুকতে চান না বাংলাদেশের সাধারণ মানুষ। সপরিবারে ইতিহাসের নৃশংসতম হত্যার শিকার বাংলাদেশের স্থপতি ও জাতির জনকের জন্ম শতবার্ষিকীতে তার একজন খুনীর ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে তাতেই মানুষ খুশী। 

 


 

 

    

উপরে