শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রে রাশিয়ায় হামলা করল ইউক্রেন কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 April, 2020 23:46

ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের টেলিমেডিসিন সেবা

ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের টেলিমেডিসিন সেবা
ঢাকা অফিস :

করোনা পরিস্থিতিতে প্রতিনিয়ত স্বাস্থ্যগত হুমকি বাড়ছে। তবে ঘর থেকে বেরিয়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। এই অবস্থায় জনসাধারণের  কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে টেলি মেডিসিন সেবা চালু করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। 

রোববার (২৬ এপ্রিল) অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।

এতে বলা হয়, সাধারণ রোগীদের কথা চিন্তা করে এই টেলি মেডিসিন সেবা চালু করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় এই সেবা অব্যাহত থাকবে। ২৪ ঘণ্টা রোগীরা টেলি মেডিসিন সেবা পাবে।

অ্যাসোসিয়েশন সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশে এই সেবা চালু থাকলেও বাংলাদেশে এখনো খুব বেশি পরিচিত নয়। কিন্তু কোভিড -১৯ সংক্রামক পরিস্থিতিতে নিরবিচ্ছিন্ন রোগী সেবা কার্যক্রম অব্যাহত রাখার এর সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব বিবেচনায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টেলি মেডিসিন (অডিও) সেবা চালু করা হয়েছে। 

জানা গেছে, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ১২ জন চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি টিম এ সেবা দিয়ে যাবে। দেশের যে কেউ ফোন করে করোনা পরিস্থিতিতে এই সেবা নিতে পারবেন। 

টিমের সদস্যরা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. আকবর হোসাইন (ফোন- 01715327576, সময়: সকাল ১০টা থেকে রাত ১০টা), শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. তারিকুজ্জামান মিয়া (ফোন: 01712172637, সময়: বেলা ১১টা থেকে ১টা), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. চৌধুরী আনোয়ার হোসেন, চক্ষু বিশেষজ্ঞ (ফোন: 01785857269, সময়: দুপুর ১২টা থেকে বিকাল ৪টা), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. পবিত্র কুমার দেবনাথ, রেডিওলোজি বিভাগ (ফোন: 01718741420, সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা), জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো হাবিবুর রহমান (ফোন-01717734351, সময়: সকাল ১০টা থেকে ৩টা)।

এছাড়া রয়েছেন গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. লিয়াকত হোসাইন তপন (কার্ডিওলজিস্ট) (ফোন: 01720130092, সময়: সকাল ১০টা থেকে বিকেল ৩টা), ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল করিম শুভ্র (ফোন: 01617464651, সময়: দুপুর ২টা থেকে বিকাল ৫টা), শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার (গাইনি ও অবস বিভাগ) ইশাত বিনতে রিয়াজ (ফোন: 01670727859, সময়: দুপুর ২টা থেকে ৪টা), সহকারী অধ্যাপক, (নাক, কান ও গলারোগ বিশেষজ্ঞ) ডা. মো. জাহিদুল ইসলাম (ফোন: 01553368368, সময়: রাত ৮টা থেকে ১০.৩০টা), ডা. জিহান কবির (ডেন্টিস্ট) (ফোন: 01724127557, সময়: দুপুর ১২টা থেকে রাত ১০ টা), সুনামগঞ্জের দিরাই উপজিলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনজুর মোর্শেদ, (শিশু বিভাগ) (ফোন: 01715259379, সময়: রাত ৮টা থেকে ১০টা) এবং প্রান আর এফএল গ্রুপের মেডিকেল অফিসার ডা. কাওসাইন জান্নাত (ফোন: 01611000893, সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা)।

এ কর্মসূচি বাস্তবায়নে সার্বক্ষণিক নির্দেশনা ও সহযোগিতায় থাকবেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। এদের মধ্যে রয়েছেন ড. মো. জিল্লুর রহমান (সভাপতি), মো. আশফাক ইফতেখার খান (সাধারণ সম্পাদক), সাখাওয়াত শামীম, আবু তাহের, এনায়েত ফকির, সায়েদুল হক নিশান, পনির হোসেন তালুকদার, মো. জাহাঙ্গীর হোসেন খান, নাজরানা ইয়াসমিন, ইজাজ আহমেদ, লতা নাহার। 

কর্মসূচির তথ্য প্রদানে ও চিকিৎসকদের সমন্বয়ে নিয়োজিত থাকবেন অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সদস্য শওকত হোসেন খান মনির (ফোন: 01711575226)।

প্রসঙ্গত,  'ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর শিক্ষার্থীদের সংগঠন।

উপরে