শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 29 April, 2020 00:19

সাংবাদিক হুমায়ুন কবীর খোকন আর নেই

সাংবাদিক হুমায়ুন কবীর খোকন আর নেই
ঢাকা অফিস :

বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাংলাদেশের প্রথিতযশা সাংবাদকর্মীদের মধ্যে তার নাম অগ্রগণ্য।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০ টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হুমায়ুন কবীর খোকন শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তরিক শিবলী জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টায় আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, এর আগে সন্ধ্যা সাতটার দিকে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখন তার অবস্থা খুবই খারাপ ছিল, যাকে আমরা ক্লিনিক্যালি ডেড বলে থাকি।

হুমায়ুন কবীর খোকন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন কি না জানতে চাইলে তরিক শিবলী জানান, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না এ বিষয়ে কোন কাগজপত্র বা প্রমাণপত্র আমরা পাইনি। আমরা ধারনা করছি, তিনি করোনা সাসপেক্ট। তাই তিনি আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবীর খোকন সংবাদ মাধ্যম ‘সময়ের আলো’র প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ‘আমাদের নতুন সময়’ এর প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। 

হুমায়ুন কবির খোকনের জন্ম ১৯৭৩ সালের পহেলা সেপ্টেম্বর। মৃদুভাষী ও সদালাপী খোকন তার সহকর্মীদের কাছে ছিলেন খুবই প্রিয় এক সহকর্মী।

উপরে