শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 May, 2020 23:36

রামপাল তাপবিদ্যুতকেন্দ্রে ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ

রামপাল তাপবিদ্যুতকেন্দ্রে ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ
বাগেরহাট প্রতিনিধি :

নানান দাবীতে রামপাল তাপবিদ্যুত কেন্দ্রে বিক্ষোভ করেছে ভারতীয় শ্রমিকরা। পরে জেলা প্রাশসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

সোমবার (৪ মে) সকাল ১১টা ৩০ মিনিটের পর থেকে ওই তাপবিদ্যুত কেন্দ্রে কর্মরত ভারতীয়  শ্রমিকদের মধ্যে বিভিন্ন দাবীতে অসন্তোষ বাড়তে থাকে ৷  দুপুর নাগাদ শ্রমিকরা তাপবিদ্যুতকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাধা উপেক্ষা করে বাইরের রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করে।

পরিস্থিতি সামলাতে জেলা প্রশাসন হস্তক্ষেপ করে। বিকাল নাগাদ বাগেরহাট জেলা প্রশাসন ও পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে কর্মস্থলে ফেরত পাঠান ৷

কয়েকজন ভারতীয় শ্রমিক জানায়, রামপাল তাপবিদ্যুত কেন্দ্রে বেশ কয়েকটি নির্মান প্রতিষ্ঠান শ্রমিকদের চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়েছে ৷ এখন ওইসব প্রতিষ্ঠান চুক্তির বিভিন্ন শর্ত ভঙ্গ করছে ৷ এছাড়া এই করোনা পরিস্থিতিতেও তাদের বাড়িতে যেতে দেয়া হচ্ছেনা৷ এসব বিভিন্ন দাবীতে তারা বিক্ষোভ করছেন ৷ 

তবে এ বিষয়টি জানতে তাপবিদ্যুত কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এএসপি (রামপাল-মংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল জানান, জেলা প্রশাসক মোঃ মানুনুর রশীদ এবং এসপি পংকজ চন্দ্র রায় স্যার  ঘটনাস্থলে এসে  শ্রমিকদের সাথে কথা বলে তাদের কর্মস্থলে ফেরত পাঠিয়েছেন৷ পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের ঠিকাদার ও শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে দাবী-দাওয়ার বিষয়টি নিস্পত্তি করা হবে।

উপরে