শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 June, 2020 19:11

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন: ডাবলু সহ-সভাপতি, উজ্জল সাধারণ সম্পাদক

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন: ডাবলু সহ-সভাপতি, উজ্জল সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার:

ঐতিহ্যবাহী সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হয়েছেন শেখ তহিদুর রহমান (ডাবলু) এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল।

করোনা মহামারির পরিস্থিতিতে জেলা প্রশাসক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি এস এম মোস্তফা কামাল গত ২জুন ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল আগের কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কমিটিতে শেখ তহিদুর রহমান (ডাবলু), আলহাজ্জ মো. গোলাম মোস্তফা ও আলহাজ্জ শেখ মামুনার রশীদকে সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক, মোহাম্মাদ আবুল কাসেমকে যুগ্ম সম্পাদক, অধ্যক্ষ হাফিজুল আলমাহমুদ রিটুকে সহ-সম্পাদক, আলহাজ্জ মো. আব্দুল হামিদকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে। এছাড়া আলহাজ্জ মো. আব্দুর রাজ্জাক, আলহাজ্জ ফজলুর রহমান, আলহাজ্জ কাজী মুহাম্মদ অলিউল্লাহ, আলহাজ্জ সৈয়দ মাহমুদ পাপা, আলহাজ্জ মো. আব্দুল খালেক, আলহাজ্জ মো. লুৎফর রহমান, এড. সিরাজুল ইসলাম, আলহাজ্জ মো. আবু দাউদ, আলহাজ্জ ডা. এ এফ এম একরামুল হক, ডা. মিজানুর রহমান, হাসিবুর রহমান রনি, আব্দুল আলিম, আজহারুল ইসলাম পুটু, জুলফিকার হায়দার সাগর, সিদ্দিকুর রহমান, আলহাজ্জ ফজর আলী ও কাজী আসাদুল হক টুটুলকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নবগঠিত কমিটি দায়িত্ব পালন শুরু করবে। এর আগে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটির সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উত্থাপিত হয়।করোনা মহামারির পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ না থাকায় বর্তমান প্রেক্ষাপটের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল গঠনতন্ত্র অনুযায়ি সংগঠনের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে নতুন এই কমিটি ঘোষনা করেন।

উপরে