শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 September, 2020 02:09

প্রি- পেইড গ্যাস মিটার বসছে সিলেটে

প্রি- পেইড গ্যাস মিটার বসছে সিলেটে
অমিতা সিনহা, সিলেট :

প্রথমবারের মতো সিলেট জালালাবাদ গ্যাসের আওতায়  ৫০ হাজার গ্রাহকদের অল্প খরচে ও গ্যাসের অপচয় রোডে  প্রি- পেইড গ্যাস মিটারের আওতায় আনতে যাচ্ছে সরকার। 

সিলেটের জালালাবাদ গ্যাসের আওতায় ৫০ হাজার গ্রাহকের গ্যাসের পোস্ট মিটারকে প্রি-পেইড মিটারে সংযোগ দিতে ব্যয় করা হবে ১১৮ কোটি ৫৫ লাখ টাকা। আর তা খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ( জেজিটিডিএসএল) সূত্র। 

জানা গেছে, আগে প্রতিটি আবাসিক গ্রাহকদের মাসিক গড় গ্যাস ব্যবহার হতো ৬৬ ঘনমিটার থেকে ৪০ ঘনমিটার পর্যন্ত । যার জনপ্রতি গ্রাহকের সাশ্রয় গড় দাঁড়ায় ২৬ ঘনমিটার।  আর ওই হিসেবে বর্তমানে প্রতি গ্রাহকদের  মাসিক  বিল আসে ৯৭৫টাকা ।  যদি প্রিপেইড মিটারে আওতায় নিয়ে আসা হয় তবে প্রতি গ্রাহকদের মাসিক বিল দিতে হবে ৫০০ থেকে ৬৭৫টাকা । যা গ্রাহকেরা অল্প খরচে সেবা পাবে খুব  সহজেই। এজন্য জালালাবাদের অন্তর্ভূক্ত এলাকার ৫০হাজার গ্রাহকদেরকে প্রথমেই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

বর্তমানে প্রতি মাসে গ্রাহকদেরকে  খরচ দিতে ৯৭৫টাকা । কিন্তু এই নতুন প্রকল্প বাস্তবায়ন হলে মাসে ৩০০ টাকার মধ্যে চালিয়ে নেওয়া সম্ভব । প্রকল্পটি বাস্তবায়ন হলে  গৃহস্থালী কাজে গ্যাসের ব্যবহার অপচয় রোধ হবে এবং  গ্যাসের কার্যকর ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করতে সক্ষম হবে। এছাড়া এই  গৃহস্থালী পর্যায়ে প্রি-পেইড গ্যাস মিটার ব্যবহারে  গ্রাহকদের মধ্যে গ্যাস ব্যবহারে সচেতনতা বৃদ্ধি পাবে। পাশাপাশি  কোম্পানির ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং মনিটরিং ব্যয় কমে আসবে। 

এই সাশ্রয়ের জন্য গ্যাস নতুন নতুন শিল্প কারখানায় ব্যবহারে উপযুক্ত হয়ে উঠবে । এতে করে দেশে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও উন্নয়ন ঘটাবে। তাছাড়া প্রকল্পের আওতায় ডাটা সেন্টার ও ডাটা রিকোভারি সেন্টার এবং প্রয়োজনীয় ওয়েব সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন করা হবে। 

মিটারবিহীন আবাসিক গ্রাহকের অভ্যন্তরীণ জিআই (ভৌগোলিক নির্দেশক) লাইনে লিকেজজনিত কারণে প্রচুর পরিমাণ গ্যাস অপচয় হয় বলে জানান সংবাদ মাধ্যমকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উপ- মহাব্যবস্থাপক  প্রকৌশলী সৈয়দ ফজলুল হক।

তিনি বলেন, অনেক  গ্রাহক অসচেতন। তাদের অসচেতনতার বিষয়টি কম্পানী অবগত নয় । যদি  প্রকল্পটি জালালাবাদ গ্যাসের অধিভূক্ত এলাকায় চালু হয় তবে যারা গৃহস্থালী পর্যায়ে প্রি-পেইড মিটার স্থাপন করবে তাদেরকে জিআই লাইনের লিকেজজনিত গ্যাসের ব্যয় বহন করতে হবে। আর যারা দায়িত্বে থাকবে তারা অতি দ্রুত লিকেজ বন্ধ করতে কার্যরত ব্যবস্থা নেবেন। এতে করে প্রাকৃতিক গ্যাস অপচয় রোধ করা সম্ভব হয়ে উঠবে।

উপরে