শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 October, 2020 00:36

'ছাত্রাবাসে সংঘবদ্ধ ঘটনায় সরকার কঠোর অবস্থানে'

'ছাত্রাবাসে সংঘবদ্ধ ঘটনায় সরকার কঠোর অবস্থানে'
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

পররাষ্ট্রমন্ত্রী  ড. একে আব্দুল মোমেন বলেছেন, সিলেট মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ঘটনা খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য।  

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন নির্মাণ কাজের উদ্বোধন সহ আরও কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সভাপতিত্বে ও সিনিয়র সচিব মো. মহিবুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।  

তিনি বলেন, এমসি কলেজের ছাত্রাবাসে ঘটনার সাথে যারা জড়িত, তারা যে দলের হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।  

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে, আওয়ামীলীগ থাকলে, উন্নয়ন অব্যাহত থাকবে।  

মন্ত্রী বলেন, সিলেট বাসীর দীর্ঘদিনের দাবি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা। সেই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওসমানী বিমানবন্দরের উন্নয়নের হাত দিয়েছেন। বর্তমানে যে টার্মিনাল ভবন আছে তার তিনগুণ বড় হবে নতুন টার্মিনাল ভবন। এতে করে অনেক লোকের কর্মসংস্থান তৈরি হবে। এই বিমানবন্দর থেকে যাত্রীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন।  আগামী দু’চারদিনের মধ্যে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হবে। 

পরে বণার্ঢ্য ভার্চ্যুয়ালের মধ্য দিয়ে গণভবন কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ ও বিমানবন্দরের অভ্যন্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’ এবং রাজধানীর গ্রিনরোডে পানি ভবনের উদ্বোধন করেন। 

উপরে