শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 January, 2021 01:04

সিলেটের চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন দুই মন্ত্রী

সিলেটের চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন দুই মন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

সিলেটের চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি  এবং পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে প্রকল্পগুলো উদ্বোধন করেন  দুই মন্ত্রী। 

এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন -স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার,  সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী প্রমুখ।

এ সময় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন সিটি মেয়র আরিফের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। 

এদিকে বিকেল সাড়ে ৩টা দিকে সিলেট নগরীর হোটেল স্টার প্যাসিফিকে সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ভিন্ন রাজনৈতিক আদর্শের হতে পারেন। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বোচ্চ সহসোগিতা করে যাচ্ছেন, তা না হলে ১২শ’ কোটি টাকার মত বড় বড় প্রজেক্ট বরাদ্দ করার কথা নয়। 

তিনি জানান, কয়েকটি উন্নয়নমূলক কার্যক্রম দেখে মনে হচ্ছে মেয়র আরিফ বরাদ্দকৃত টাকা জনগণের উন্নয়নে কাজে লাগাচ্ছেন। এভাবে সরকারের টাকা সঠিক জায়গায় কাজে লাগালে আমাদের পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে। মানুষের জন্য কাজ করলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সকল ধরণের সহযোগিতা করা হবে। 

আয়োজিত মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সিলেটে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুব কম। শিক্ষার হার বাড়াতে হলে আমাদের সবার কাজ করতে হবে। বাড়াতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন - প্রশাসনের নেতৃবৃন্দ,  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

 

অমিতা সিনহা/সিলেট

উপরে