শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 March, 2021 00:54

মুশতাকের মৃত্যুর বিষয়ে তদন্তে যা আসবে জানিয়ে দেব

মুশতাকের মৃত্যুর বিষয়ে তদন্তে যা আসবে জানিয়ে দেব
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল
ঢাকা অফিস :

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তদন্ত কমিটি গঠন করেছে এর প্রতিবেদন বৃহস্পতিবার (৪ মার্চ) মন্ত্রণালয়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল।

তদন্ত প্রতিবেদনে যা আসবে তা জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার (৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইনে গত বছরের ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানী থেকে গ্রেপ্তার করে র‍্যাব। সেদিনই কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন র‍্যাব-৩-এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক। মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা ফেসবুক পেজের মাধ্যমে ভুল তথ্য ও গুজব প্রকাশ করেছে, যা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

ওই মামলায় দুজনের জামিন হলেও মুশতাক ও কিশোরের জামিনের আবেদন ছয় বার প্রত্যাখ্যাত হয়। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কারাবন্দি অবস্থায় মারা যান মুশতাক আহমেদ। তার মৃত্যুর পর গত ২৭ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এটার রিপোর্ট দেওয়ার কথা, প্রকাশ করবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবেই গঠন করা হয়েছিল। রিপোর্টটা অফিসিয়ালি এখনও আসেনি, কালকে আসবে বলে আমরা আশা করছি। যা আসবে (রিপোর্টে) আমরা জানিয়ে দেব।’

এই ধরনের ঘটনা যাতে না ঘটে। কেউ যেন ভিকটিম না হয়, সে বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি না- জবাবে মন্ত্রী বলেন, ‘আজকে আপনারা তো শুনেছেন, কোর্ট থেকে তাকে (কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর) জামিন দিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশে যে দুটি আইন রয়েছে, সে আইনে তারা মামলা করেছিল। সেজন্য তারা আটক হয়েছিল।’

তিনি বলেন, ‘আপনি বললেন, আইনগুলো সংশোধন হবে কি না? আইন তো সবসময় প্রয়োজনের তাগিদে সংশোধন হয়, আমরা সেগুলো দেখব। আইনের পরিবর্তন তো আমরা করব না, এটা যারা নাকি আইন বোদ্ধা রয়েছেন; এটা পরিবর্তন করতে হলে পার্লামেন্টে যাবে, অনেক কিছু হবে। অনেকেই এখন বলছেন, আইন পরিবর্তনের কথা, এগুলো আমার সাবজেক্ট নয়। এগুলো আইনমন্ত্রীর সাবজেক্ট। তিনি চিন্তা করবেন এটা নিয়ে।’

উপরে