শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 December, 2021 23:40

আনিছুর রহমান চৌধুরীর নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল

আনিছুর রহমান চৌধুরীর নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল

মাহাফুজুল হক চৌধুরী, চট্টগ্রাম থেকে
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী আনিছুর রহমান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় শত শত মানুষের ঢল নেমেছে, শুক্রবার জুমার নামাজ শেষে পশ্চিম চর বরমা থেকে এক বিশাল মিছিল বের হয়ে পুরো ৯নং ওয়ার্ড শোডাউন দিয়েছে আনিছুর রহমান চৌধুরীর সমর্থকরা। 

এলাকায় তার পক্ষে ছোট থেকে বড়, বায়োবৃদ্ধ সবাই প্রচার প্রচারণা চালাচ্ছে। আনিছুর রহমান চৌধুরীর প্রচারণার নাম
শুনলেই শত শত মানুষ কাজকর্ম ছেড়ে  প্রচারণায় অংশ নিচ্ছে। এলাকার সকল পেশার সকল বয়সের মানুষ আনিছুর রহমানকে ভালবাসেন।

তার পক্ষে প্রচারণায় বিশেষ ভূমিকা রাখছে আলমগীর চৌধুরী, নাছির উদ্দীন, আবু তৈয়ব, মোহাম্মদ সাঈফুল ইসলাম, রিয়াদ, সুজন, আনছার, রুহুল আমিন, প্রকাশ মোরশেদ, মোহাম্মদ আলি, মোজহের, ফরিদ, দেলোয়ার, শামসুর মিয়া, মাহবুর রহমান মনুসহ আরো অনেকে। এছাড়াও মধ্যপ্রাচ্যে এবং ইউরোপ থেকে এলাকার প্রবাসীরা বিশেষভাবে
প্রচারণা চালাচ্ছে। 

আনিছুর রহমান নিজ গ্রামে  এতটাই জনপ্রিয় ছিলেন যে ২০০৩ সালের ইউপি নির্বাচনে যখন প্রথমবার অংশ নেয় এলাকার মানুষ একচেটিয়াভাবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। চার বছর ইউপি সদস্যর দায়িত্ব পালন করার পর মেয়াদউত্তীর্ণ হবার আগেই তিনি ওয়ান ইলেভেনের সময় মালেশিয়া পাড়ি জমান।

ওয়ান ইলেভেনের সময়টা এতটাই দুর্বিষহ ছিল যে চন্দনাইশের কোনো আওয়ামীলীগ কিংবা বিএনপির নেতা ঘরে থাকতে পারেনি। যার কারণে বাধ্য হয়ে বিদেশ চলে যেতে হয়েছিল তাকে। ৭ বছর পর আবারো দেশে ফিরে আসেন তিনি। এলাকার মানুষের জন্য আবারো কাজ করতে রাজনীতি এবং মানুষের সেবায় পুনরায় নিজেকে বিলিয়ে দেন। 

এলাকার মানুষের ধারণা তিনি নির্বাচিত হলে সেবা পেতে কোন বেগ পেতে হবেনা। তাই তারা আনিছুর রহমানের জন্য রাতদিন শ্রম দিয়ে প্রচারণা চালাচ্ছেন। 

প্রার্থী আনিছুর রহমান চৌধুরী বলেন- আগামী ৫ জানুয়ারি ভোট। আমার প্রতীক আপেল মার্কা। আমি বিজয়ী হলে ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক এবং উন্নয়নের রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।

উপরে