শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 October, 2022 13:14

‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে বিতর্কে সাকা চৌধুরীর ছেলে

‘নারায়ে তাকবীর’ স্লোগান দিয়ে বিতর্কে সাকা চৌধুরীর ছেলে
ঢাকা অফিস :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে তিনি। বাবার মতো তিনিও নানা ঘটনায় থাকেন আলোচনা ও সমালোচনায়। 

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে গত বুধবার বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে অল্প কিছু সময় বক্তব্য দেন হুম্মাম। কিন্তু বিতর্কের জন্ম দিয়েছেন সেখানেও। 

বক্তব্যের শেষ পর্যায়ে তার দেওয়া একটি স্লোগান নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম তার বক্তব্যের শেষে 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবর' বলেন। এটি মূলত ব্যবহার করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল জামায়াতে ইসলাম।

হুম্মামের স্লোগানে হতবাক বিএনপি
হুম্মামের এই স্লোগানে হতবাক হয়েছে বিএনপির অন্য নেতারাও। কেন তিনি এমন স্লোগান দিলেন তাঁর কারণ খুঁজে পাচ্ছেন না তারাও। 

হুম্মামের স্লোগান নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, 'বিষয়টি (নারায়ে তকবির স্লোগান) হুম্মামের ব্যক্তিগত। এর সঙ্গে বিএনপির রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি বিএনপির স্লোগান নয়।' 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, 'হুম্মাম ছাড়া পলোগ্রাউন্ডের মহাসমাবেশে এই স্লোগান কেউই ধরেনি। তিনি কেন এটি দিলেন তা আমার জানা নেই। তবে স্লোগান দেওয়ার আগে তিনি এটি তাঁর বাবার স্লোগান বলে জানিয়েছিলেন।' 

প্রসঙ্গত, সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকর হওয়ার পর তাঁর ছেলে হুম্মাম রাজনীতিতে নিস্ক্রিয় ছিলেন। গত ছয় মাস ধরে ফের সক্রিয় হচ্ছেন তিনি রাজনীতিতে।

`সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য'

যা বলেছিলেন হুম্মাম
বুধবারের মহাসমাবেশে বক্তব্যের শুরুতে হুম্মাম নিজেকে সালাহউদ্দিন কাদেরের ছেলে বলে পরিচয় দেন। তিনি বলেন, 'বেশি সময় নেব না। অনেক সিনিয়র নেতা এসেছেন। আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কোনো বড় নেতা হিসেবে নয়। আজকে এসেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে। আপনারা সবাই সঙ্গে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারও নেই।' 

এরপর সরকারকে উদ্দেশ করে হুম্মাম বলেন, 'এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব।' 

বক্তব্যের শেষ দিকে হুম্মাম বলেন, 'যাওয়ার আগে বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই। নারায়ে তকবির।' 

সমাবেশস্থলে উপস্থিতি বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তখন 'আল্লাহু আকবর' বলে প্রতিউত্তর দেন। এভাবে মোট তিনবার 'নারায়ে তকবির, নারায়ে তকবির' স্লোগান ধরেন তিনি। এরপরে বলেন 'আমরা যখন আবার এই ময়দানে আসব, সরকার গঠন করে আসব।' 

বুধবার হুম্মামের বক্তব্য দেওয়ার সময় সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।


আওয়ামী লীগ বলছে বাবার পথেই হাঁটছে ছেলে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায় কার্যকর হয় ২০১৫ সালের ২২ নভেম্বর। তিনিও তাঁর বক্তব্যের শুরুতে 'নারায়ে তকবির' বলে স্লোগান দিতেন বলে জানান আওয়ামী লীগ নেতারা। 

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ধর্মকে ব্যবহার করেই আজীবন রাজনীতি করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তাঁর ছেলেও একই পথে হাঁটছে।' 

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, 'সাকার পরিবার এখন আস্তাকুঁড়ে নিক্ষেপিত হয়েছে। মানুষ এখন অনেক সচেতন। ধর্মকে পুঁজি করে এখন আর তাঁরা সুবিধা করতে পারবেন না।'

উপরে