শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 November, 2022 23:05

করোনায় টানা ষষ্ঠ দিনে মৃত্যু নেই দেশে, কমেছে শনাক্ত

করোনায় টানা ষষ্ঠ দিনে মৃত্যু নেই দেশে, কমেছে শনাক্ত
ঢাকা অফিস :

টানা ষষ্ঠ দিনের মতো করোনাভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি।  শনাক্ত রোগীও কমেছে। গত একদিনে ২২ জন রোগী শনাক্ত হয়েছে; যা আগের দিনের তুলনায় অর্ধেকেরও কম।  শুক্রবার দেশে ৪৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২২ জন নতুন রোগী শনাক্ত করা হয়। শনাক্তের হার ১ দশমিক ২০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জন হয়েছে। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪২৬ জনে রয়েছে।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। গত এক দিনে দেশের ৬১টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি। এ সময়ে ৪৪টি জেলায় কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখ ৯ হাজারের বেশি মানুষ। সারা বিশ্বে আক্রান্ত ছাড়িয়েছে ৬৩ কোটি ৪৭ লাখ।

উপরে