১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা
ঢাকা অফিস :
জোটের শরিক ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, নজিবুল বশর মাইজভান্ডারিসহ ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।
১৪ দল সূত্র জানায়, আসন্ন নির্বাচনে শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কারিগরি ও সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ভিত্তিক একটি বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।