শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 17 December, 2023 22:03

জাপাকে ২৬, শরিকদের ৬ আসন ছাড়লো আ.লীগ

জাপাকে ২৬, শরিকদের ৬ আসন ছাড়লো আ.লীগ
ঢাকা অফিস :

ঢাকা-১৮ আসনসহ জাতীয় পার্টিকে মোট ২৬টি আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ। আর ১৪ দলীয় জোটের নেতাদের ৬টি আসন ছেড়ে দিয়েছে দলটি। এ আসনগুলোতে নৌকা প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে আওয়ামী লীগ। তবে স্বতন্ত্র প্রার্থী থাকবে।

রোববার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান আসন ছাড়ের তালিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরকে ঢাকা-১৭ আস ছেড়ে দেওয়া হয়েছে।  শেরীফা কাদের সংরক্ষিত মহিলা আসনের এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ছিলেন।

এ ছাড়া, ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী মো. ইমদাদুল হক, নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেলকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. গোলাম মোস্তফা, নীলফামারীর-৪ আসনে আহসান আদেলুর রহমানকে ছেড়ে দিয়েছেন নৌকার জাকির হোসেন বাকুল, রংপুর-১ আসনে জাপার প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ারকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী রেজাউল করিম রাজু, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী তুষার কান্তি মন্ডল, কুড়িগ্রাম-১ আসনে একেএম মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী মো. আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী মো. জাফর আলী, গাইবান্ধা-১ আসনে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারীকে ছেড়ে দিয়েছেন আফরুজা বারী, গাইবান্ধা-২ আসনে জাপা’র মো. আবদুর রশিদ সরকারকে ছেড়ে দিয়েছেন নৌকার মাহবুব আরা বেগম গিনি, বগুড়া-২ এ শরিফুল ইসলাম জিন্নাহকে ছেড়ে দিয়েছেন নৌকার তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ এ মো. নুরুল ইসলাম তালুকদারকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী মো. সিরাজুল ইসলাম খান রাজু, সাতক্ষীরা-২ আসনে জাপার প্রার্থী মো. আশরাফুজ্জামানকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. আসাদুজ্জামান বাবু, পটুয়াখালী-১ আসনে এবিএম রুহুল আমিন হাওলাদারকে ছেড়ে দিয়েছেন নৌকার আফজাল হোসেন, বরিশাল-৩ আসনে গোলাপ কিবরিয়া টিপুকে ছেড়ে দিয়েছেন নৌকার সরদার মো. খালেদ হোসেন, পিরোজপুর-৩ আসনে মো. মাশরেকুল আজমকে (রবি) ছেড়ে দিয়েছেন নৌকার মো. আশরাফুর রহমান, ময়মনসিংহ-৫ এ সালাউদ্দিন আহমেদকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ আসনে জাপার ফখরুল ইমামকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. আব্দুস সাত্তার, কিশোরগঞ্জ-৩ আসনে মোহাম্মদ মজিবুল হককে ছেড়ে দিয়েছেন নৌকার মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ আসনে জাপার জহিরুল ইসলাম রুবেলকে ছেড়ে দিয়েছেন নৌকার আব্দুস সালাম, ঢাকা-১৮ এ শেরীফা কাদেরকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. হাবিব হাসান, হবিগঞ্জ-১ আসনে জাপার মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীকে ছেড়ে দিয়েছেন নৌকার প্রার্থী ডাক্তার মো. মুশফিক হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাপার মো. আব্দুল হামিদকে ছেড়ে দিয়েছেন নৌকার শাহাজান আলম, ফেনী-৩ আসনে জাপার প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে ছেড়ে দিয়েছেন আবুল বাশার, চট্টগ্রাম-৫ এ আনিসুল ইসলাম মাহমুদকে ছেড়ে দিয়েছেন নৌকার মো. আব্দুস সালাম, চট্টগ্রাম-৮ আসনে মুহাম্মদ সোলায়মান আলম শেঠকে ছেড়ে দিয়েছেন নৌকার নোমান আল মাহমুদ।

এ ছাড়া, ১৪ দলীয় জোট নেতাদের ৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে বগুড়া-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের এ কে এম রেজাউল করিম তানসেন, রাজশাহী-২ আসনে ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, কুষ্টিয়া-২ জাসদের সবাপতি হাসানুল হক ইনু, বরিশাল ২-তে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, পিরোজপুর-২ এ জাতীয় পার্টির (মঞ্জু) আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর-৪ এ জাসদের মোশাররফ হোসেনকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

উপরে