স্কুলছাত্রীর বুদ্ধিমত্তায় রক্ষা পেল তিতুমীর এক্সপ্রেস
নীলফামারীর ডোমারে দশম শ্রেণির শিক্ষার্থী আনোয়ারা আক্তারের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল তিতুমীর এক্সপ্রেস নামের একটি ট্রেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা হাজীপাড়া গ্রামের রউফ সাহেবের ঘুণ্টি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়রা রেললাইনে ফাটল দেখতে পেয়ে লাল চাদর দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেয়।
স্থানীয়রা জানায়, ওই এলাকার দশম শ্রেণির ছাত্রী আনোয়ার আক্তার রেল লাইনে হাঁটার সময় ফাটল দেখতে পায়। এরপর স্থানীয়দের জানালে তারা আসে ফাটল দেখতে পান। সে সময় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসার সময় হয়েছিলো। পরে তারা লাল চাদর দেখিয়ে ট্রেনটি থামানো হয়।
ডোমার রেল স্টেশন মাস্টার বাবু হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর জানার পর, পিডডব্লিউকে অবহিত করলে তাদের মিস্ত্রিরা ঘটনাস্থলে আসে। তাদের সঙ্গে আলোচনা করে তিতুমীর ট্রেনের লোকো মাস্টারকে ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি যাওয়ার পরামর্শ দেই। এরপর ট্রেনটি কোনো রকম দুর্ঘটনা ছাড়াই নিরাপদ গন্তব্যে পৌঁছে।