শিরোনাম
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত দুর্নীতির অভিযোগ অভিযুক্ত নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী প্রতিবাদী বিক্ষোভ বিএসএফের প্রধান ও উপ-প্রধান পদচ্যুত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 September, 2024 21:02
নিউইয়র্কের অনুষ্ঠানে ড. ইউনূস

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত
নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। গতকাল বুধবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিখ্যাত মার্কিন গণমাধ্যম দি নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরওয়ার্ড’  শীর্ষক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  
শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, “কেন হবে না?”। 
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, বাংলাদেশে কবে নির্বাচন হবে? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরো বলেন, ”তার কোনো সময়সীমা তাঁর কাছে নেই। এ বিষয়ে কমিশন গঠন করা হয়েছে, তারা সংস্কার সুপারিশ দেবে।  তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে।
”মুহাম্মদ ইউনূস, বাংলাদেশ ইন্টেরিম লিডার, কলস ফর গ্লোবাল রিফর্মস” শিরোনামে নিউইয়র্ক টাইমসের সংবাদে আরো বলো হয়েছে, 
 সম্মেলনে ড. ইউনূস বলেন, যতক্ষণ পর্যন্ত বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্ব আটকে থাকবে, ততক্ষণ জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর সম্ভব না। অর্থনৈতিক ব্যবস্থাকে সর্বাধিক মুনাফাকেন্দ্রিক উল্লেখ করে তিনি বলেন, এটি একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করছে।   ‘আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি, তা এই গ্রহ ধ্বংসের মূল।’  
নোবেল জয়ী এই অর্থনীতিবীদ আরো বলেন, জলবায়ুর ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয়। ধনী দেশগুলো জলাবায়ুর ক্ষতি করে আমাদের ওপর যেসব ধ্বংসের ভার চাপিয়েছেন, তা কেন আমরা বহন করব?’ ক্ষতির কারণ আপনারা আর আমরা কেন তার ফল ভোগ করবো। 
আগামীতে নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা তাঁর নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আমাকে দেখে কি মনে হয়, আমি নির্বাচনে লড়ব?’
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, যুক্তরাষ্ট্রের হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কেভিন ডি. রবার্টস, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তেল কোম্পানি অক্সিডেন্টাল পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী ভিকি হলুব, মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক উপদেষ্টা আলী জাইদি, গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলী এবং ব্রিটিশ বিজ্ঞানী ও পরিবেশকর্মী জেন গুডাল।

উপরে