শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 October, 2024 12:16

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম আর নেই

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম আর নেই
ঢাকা অফিস :

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম। মৃত্যুকালে সুজেয় শ্যামের বয়স ছিল ৭৮ বছর।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজেয় শ্যাম।  

দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি তার হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। পরে তার শরীরে সংক্রমণ দেখা দেয়। সংক্রমণ পরে রক্তে ছড়িয়ে পড়ে। এ ছাড়া ডায়াবেটিসও ছিল অনিয়ন্ত্রিত। সমস্যা ছিল কিডনিতেও।  

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বলেন, সুজেয় শ্যাম সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ভোর ৪টার দিকে তার মৃত্যুর খবর পাই।

একাত্তরে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শেষ গান এবং পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি।  

তার সুর করা গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ ইত্যাদি। সংগীতে অবদানের জন্য তিনি ২০১৫ সালে শিল্পকলা পদক এবং ২০১৮ সালে একুশে পদক পান।

১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেটে জন্ম নেওয়া সুজেয় শ্যামের শৈশব কাটে চা–বাগানে। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ‘ইন্দ্রেশর-টি’ নামে একটি চা–বাগানের মালিক ছিলেন।

উপরে