শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অভিযোগ অ্যামনেস্টির নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 December, 2024 00:50

আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

আগামী সপ্তাহে বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক
ঢাকা অফিস :

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ বৈঠকের তারিখ নিশ্চিত করেন। তিনি জানান, "ভারতের সঙ্গে এফওসি ১০ ডিসেম্বর হওয়ার কথা রয়েছে। এটি একদিন আগে বা নির্ধারিত দিনেই হতে পারে। আমরা চাই সম্পর্কের উন্নয়ন, তবে সেটি দুই পক্ষ থেকেই হতে হবে।"

৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ থেকে বাংলাদেশের পতাকা পোড়ানোর পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুল পোড়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য ভারত দুঃখ প্রকাশ করলেও বিষয়টি ইতোমধ্যে দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানি বণ্টন, ভিসা জটিলতা নিরসন, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী প্রচারণা বন্ধ, নিত্যপণ্য আমদানির বাধা দূর করা এবং বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানির সুযোগ সম্প্রসারণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ থেকে ভারতে ভিসা সেবার জটিলতা নিয়ে আলোকপাত করার কথা রয়েছে। বর্তমানে শুধুমাত্র জরুরি চিকিৎসা ও তৃতীয় দেশে যাত্রার জন্য ভিসা দেওয়া হচ্ছে। ভারত জনবল ঘাটতির কথা উল্লেখ করলেও আশাবাদ রয়েছে যে, বৈঠকের পর ভিসা কার্যক্রমে কিছুটা নমনীয়তা আসবে।

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের বৈঠকে এ বৈঠকের সূচনা হয়। এর আগে, গত বছরের নভেম্বরে দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

প্রসঙ্গত, গত বছরের (২০২৩) নভেম্বরে দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হয়েছিল।

উপরে