শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 February, 2018 12:12

শ্রীদেবীর মৃত্যু নিয়ে নতুন রহস্য!

নিথর পড়ে ছিলেন বাথটাবে
শ্রীদেবীর মৃত্যু নিয়ে নতুন রহস্য!
বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু শোকে কাঁদছে তার ভক্তরা। এরই মধ্যে নতুন রহস্য তৈরি হয়েছে তার মৃত্যু নিয়ে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই অভিনেত্রী।

কিন্তু শ্রীদেবীর দেবর সঞ্জয় কাপুর বললেন, আগে কখনো হৃদরোগে আক্রান্ত হননি শ্রীদেবী। সঞ্জয়ের এমন বক্তব্যের পরই মূলত শুরু হয়েছে নতুন গুঞ্জন। তবে কীভাবে মারা গেলেন শ্রীদেবী?

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় কাপুর বলেন, ‘শ্রীদেবীর এই অকালপ্রয়াণে পুরো পরিবার শোকস্তব্ধ। মৃত্যুর সময় হোটেলেই ছিলেন শ্রীদেবী।’

সঞ্জয়ের এই বক্তব্যের পর রহস্য তৈরি হয়েছে শ্রীদেবীর মৃত্যু নিয়ে। দুবাইয়ে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এখনো জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

এদিকে, শ্রীদেবী মারা যাওয়ার আগে রাতের খাবার খেতে যাবেন বলে তৈরি হচ্ছিলেন। জুমেইরাহ ইমিরেটস হোটেলে ছিলেন তাঁরা। পরিবারের সূত্রের বরাত দিয়ে খলিজ টাইমসের খবরে এ তথ্য জানানো হয় বলে এনডিটিভি জানায়।

ননদের ছেলে মোহিত মারওয়ারের বিয়ের দাওয়াতে দুবাই যান শ্রীদেবী। সঙ্গে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশিও ছিলেন। বিয়ের অনুষ্ঠানে শেষে মেয়ে খুশিকে নিয়ে মুম্বাই ফেরেন বনি। শ্রীদেবী থেকে গিয়ে ছিলেন। স্ত্রীকে চমকে দিতে বনি শনিবার বিকেলে দুবাই ফিরে যান।

প্রতিবেদনে বলা হয়, বিকেল সাড়ে পাঁচটার দিকে বনি সামনে গিয়ে শ্রীদেবীকে চমক দেন। তাঁরা প্রায় ১৫ মিনিট একসঙ্গে কাটান। এ সময় বনি স্ত্রীকে রাতের খাবার খেতে যেতে বলেন। শ্রীদেবী তৈরি হতে প্রসাধনকক্ষে যান। কিন্তু অনেকক্ষণ পরও তিনি বের হননি। বনি গিয়ে দরজায় টোকা দেন। কোনো সাড়া নেই। বনি এবার বলপ্রয়োগে দরজা খোলেন। দেখেন, জলভরা বাথটাবে নিথর পড়ে আছেন শ্রীদেবী।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শ্রীদেবী জ্ঞান হারিয়েছেন ভেবে তাঁর চেতনা ফেরাতে অনেক চেষ্টা করেন বনি। কিন্তু ব্যর্থ হয়ে তিনি তাঁর এক বন্ধুকে ডাকেন। এরপর রাত নয়টার দিকে পুলিশকে বিষয়টি জানান।

শোকাহত পরিবারটি জানায়, শ্রীদেবী আর ফিরতে পারলেন না। 

শ্রীদেবীর মৃতদেহ সোমবার মুম্বাই নিয়ে আসার কথা রয়েছে। গত শনিবার রাতে দুবাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রীদেবী। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

হঠাৎ করেই শ্রীদেবীর মৃত্যুর খবর শোকের মাতম তুলেছে ভারতজুড়ে। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রায় সব তারকা এই অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন।

শ্রীদেবী‘তোফা’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘নাগিনা’, ‘সাদমা’, ‘বলিদান’, ‘খুদা গাওয়া’, ‘চালবাজ’, ‘চাঁদনি’র মতো অনেক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন। হিন্দি ছাড়া ভারতের একাধিক ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

দীর্ঘ ১৫ বছরের বিরতি শেষে ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’-এর মাধ্যমে তিনি চলচ্চিত্রে ফিরে আসেন। গত বছর শাহরুখ খানের প্রযোজনা সংস্থার ‘জিরো’সিনেমায় অভিনয় করছিলেন তিনি।

 

 


নিউইয়র্ক মেইল/ভারত/২৬ ফেব্রুয়ারি ২০১৮/এইচএম

উপরে