শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 March, 2018 13:18

‘দ্য স্পাই হু লাভড মি’ পরিচালকের বিদায়

‘দ্য স্পাই হু লাভড মি’ পরিচালকের বিদায়
মেইল রিপোর্ট :

প্রয়াত হলেন জেমস বন্ডের বিখ্যাত ছবি 'দ্য স্পাই হু লাভড মি' ও 'মুনরেকার' ছবির প্রযোজক-পরিচালক লিউয়িস গিলবার্ট। 

বন্ড ছবির প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকোলি তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি ২০০৪ সালে মুক্তি পাওয়া বিখ্যাত রোমান্টিক কমেডি ড্রামা 'আলফি'র-ও পরিচালক-প্রযোজক ছিলেন।

একটি বিবৃতিতে এই প্রযোজক জুটি জানান, আমাদের প্রাণপ্রিয় বন্ধুর বিদায় আমাদের জন্য খুবই কষ্টের। তিনি সত্যিকার অর্থেই একজন নিপাট ভদ্রলোক ছিলেন। ব্রিটিশ চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। বিশেষ করে বন্ড সিরিজে। তাঁর নির্মিত বন্ড ছবিগুলো রীতিমতো ক্লাসিকের পর্যায়ে উঠে গেছে। আমরা তাঁকে খুব মিস করব।   

১৯৬৭ সালে শন কোনারি অভিনীত বন্ড ছবি 'ইউ ওনলি লিভ টোয়াইস' দিয়ে তিনি তাঁর পরিচালনা জীবন শুরু করেন। এরপর করেন 'দ্য স্পাই হু লাভড মি' আর 'মুনরেকার'। দুটিরই বন্ড চরিত্রে ছিলেন রজার মুর। 

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে তাঁর যাত্রা, ১৯৩৯ সালে। তিনি আলফ্রেড হিচককের বিখ্যাত ছবি 'জ্যামেইকা ইন'-এ পরিচালকের সহকারী ছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন ছলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক ব্যক্ত ও প্রতিষ্ঠান।

 

সূত্র : দ্য গার্ডিয়ান, বিবিসি  

উপরে