শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 March, 2018 01:00

আমির খানের বায়োপিক বানাবেন রাজকুমার হিরানি

আমির খানের বায়োপিক বানাবেন রাজকুমার হিরানি
মেইল ডেস্ক :

যদি প্রশ্ন করা হয়, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট কে? একটাই উত্তর আসবে—আমির খান। তবে নিজেকে পারফেকশনিস্ট মনে করেন না আমির খান; বরং দুনিয়ার সবচেয়ে অগোছালো মানুষ নাকি তিনি। রাজকুমার হিরানির স্ত্রী মনোজিতের লেখা বই ‘হাউ টু বি হিউম্যান’-এর মোড়ক উন্মোচনে এমনটাই জানান আমির খান। ডেকান ক্রনিকেলসের খবরে প্রকাশ, সেখানে উপস্থিত রাজকুমার হিরানি অগোছালো আমিরের জীবনী নিয়ে ভবিষ্যতে ছবি বানানোর ইঙ্গিতও দিয়েছেন।

পারফেকশনিস্ট ডাকা প্রসঙ্গে গণমাধ্যমের করা প্রশ্নের জবাবে আমির বলেন, ‘আমি সম্পূর্ণ অগোছালো একজন মানুষ। আমি একটি জিনিসেই শৃঙ্খলা খুঁজে পাই, সেটা হলো আমার কাজ। তাই যদি আমি অভিনেতা না হতাম, তাহলে আমি সবচেয়ে অগোছালো মানুষদের একজন হতাম। এটাই সত্য। আমি জানি লোকজন আমার দিকে তাকিয়ে ভাবছে, এই লোকটা কী বলছে? কিন্তু এটাই সত্য। যেসব মানুষ আমার খুব ঘনিষ্ঠ, তারা জানে আমি কতটা অগোছালো। আমার কাজ আমাকে শৃঙ্খলায় নিয়ে আসে।’

যেহেতু বইয়ের মোড়ক উন্মোচনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির, তাই তাঁর বই লেখার ইচ্ছে নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে আমির বলেন, ‘আমি এ ব্যাপারে কখনো ভাবিনি। কিন্তু স্বাভাবিকভাবে আমি যদি কখনো বই লিখি, তাহলে এটা হবে আমার অভিনয় জীবন এবং ব্যক্তি জীবনের অভিজ্ঞতা নিয়ে। আমি চলচ্চিত্র নিয়ে সব সময় ব্যস্ত ছিলাম, তাই আমার জীবনকে পেছনে ফিরে দেখার সময় হয়ে ওঠেনি। অনেকেই আমাকে বলেছে কিছু লেখার কথা। মাঝেমধ্যে আমার মনে হয়েছে, আমার কথাগুলো রেকর্ড করে রাখার জন্য। কিন্তু এই চিন্তাটাকে আমি কখনো আমলে নিইনি।’

রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘দত্ত’-এর শুটিং চলছে। এর পরে কার বায়োপিক তৈরি করবেন হিরানি? পাশে বসে থাকা আমির নাকি অন্য কেউ? এমন প্রশ্নের জবাবে হিরানি বলেন, ‘বর্তমানে আমি একটি বায়োপিক নির্মাণ করেই খুশি আছি। তবে আমির খানের বায়োপিক তৈরি করার সুযোগ পেলে আমি খুবই খুশি হব।’

উপরে