শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 March, 2018 01:08

রেড কার্পেটে সেলফি নিষিদ্ধ কান চলচ্চিত্র উৎসবে

রেড কার্পেটে সেলফি নিষিদ্ধ কান চলচ্চিত্র উৎসবে
ফাইল ছবি
মেইল রিপোর্ট :

রেড কার্পেটে সেলফি তোলা নিষিদ্ধ করেছে কান চলচ্চিত্র উৎসবের সংগঠকরা। ভেরাইটি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে উৎসব পরিচালক থিয়েরি ফ্রিমক্স বলেছেন, রেড কার্পেটে সেলফি তোলা একটা হাস্যকর বিষয়।

ফ্রিমক্স বলেন, ‘বাস্তব ক্ষেত্রে আমরা এটা কিভাবে প্রয়োগ করব তা ঠিক বুঝে উঠতে পারছি না। আমরা পুলিশের লোক নই। যারা উৎসবে আসবেন আমাদের বিশ্বাস তাদের উপরই। তাদেরকে পরিস্থিতি বুঝতে হবে। রেড কার্পেটে চলাচলের সময় সেলফি তোলা একটা হাস্যকর বিষয়।’

তিনি বলেন, ‘এটা চলার পথের ছন্দপতন ঘটায়। কেউ কেউ এ ব্যাপারে আপত্তি করছে এবং নেতিবাচক মন্তব্য করছে। কিন্তু এক দশক আগেও সেলফি তোলার কোনো নিয়ম ছিল না। বিশ্বে অবশ্য এটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারও নয়। আমরা কানে যাই ছবি দেখতে, সেলফি তুলতে নয়।’ তিনি বলেছেন তার কাজ হলো উৎসবের মর্যাদা রক্ষা করা।

তিনি বলেন, ‘আমরা উপরের তলায় দাঁড়িয়ে থাকি তখন রেড কার্পেটের উপর সেলফি তোলার সময় অশ্লীলতা এবং অদ্ভূত দৃষ্টিভঙ্গিই দেখতে পাই। তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতিরও সৃষ্টি হয়।’ ফ্রিমক্স উৎসবের নতুন নিয়ম নিয়েও কথা বলেন তিনি। 

নতুন নিয়মে রয়েছে, উৎসবের জন্য নির্বাচিত হওয়া ছবিটিকে অবশ্যই ফ্রান্সের সিনেমা হলে মুক্তি দিতে হবে।

এই নিয়ম গত বছরই ঘোষিত হয়েছে এবং সেটা করা হয়েছে নেটফ্লিক্স প্রোজেক্টকে লক্ষ্যে রেখে। গত বছর বং জুন-হু’র ওকজা এবং নোয়া বউমব্যাচ’র দি মেয়েরোউইজ স্টরিজ কানে প্রদর্শিত হয়েছিল।

তিনি বলেন, ‘গত বছর আমি ভেবেছিলাম নেটফ্লিক্স বুঝাতে পারব, কিন্তু তারা তা প্রত্যাখান করেন। কেউ সিনেমা হলে ছবি প্রদর্শনে সম্মত হননি। সেটা তাদের অর্থনৈতিক মডেলের কারণেই। এ ব্যাপারে শ্রদ্ধাশীল। কিন্তু আমরা সবাই সিনেমার মধ্যেই আছি। আমরা চাই প্রতিযোগিতায় থাকবে সেগুলো সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। চলচ্চিত্রের প্রতি ভালোবাসর মডেল এবং নেটফ্লিক্স পরস্পরকে শ্রদ্ধা করতে হবে।’ 

উপরে